Mohammedan SC: আই লিগে থামল মহামেডানের জয়রথ

একেই বলে পঁচা শামুকে পা কাটা। চলতি আই লিগে টানা চার ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। প্রতিপক্ষ যেই হোক না কেন, খরকুটোর…

একেই বলে পঁচা শামুকে পা কাটা। চলতি আই লিগে টানা চার ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। প্রতিপক্ষ যেই হোক না কেন, খরকুটোর মতো তাদের উড়িয়ে দিচ্ছিল ময়দানের তৃতীয় প্রধান এই ক্লাব।

এবার থামল তাদের জয়রথ। তাও আবার লিগ তালিকার একেবারে নীচের সারিতে থাকা দল চার্চিল ব্রাদার্সের কাছে হেরে। বুধবার নৈহাটি স্টেডিয়ামে গোয়ার দলটির কাছে ২-১ গোলে হারল মহামেডান। চলতি লিগে যেমন এটাই প্রথম হার সাদা-কালো বাহিনীর, উলটো দিকে তেমন প্রথম জয়ের মুখ দেখল চার্চিল।

   

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মহামেডান। দুই মিনিটের মাথায় ইকেচুকুউর গোলে এগিয়ে যায় চার্চিল। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আন্দ্রে চেরনিশভের শিষ্যরা। ম্যাচের ৫৭ মিনিটে সমতায় ফেরে মহামেডান। যথারীতি স্কোরশিটে নাম তোলেন দলের ক্যারিবিয়ান গোলমেশিন মার্কাস জোসেফ। এই নিয়ে চলতি আই লিগে চারটি ম্যাচেই গোলের দেখা পেলেন ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড। তবে জোসেফের এই গোলের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট ছয়েকের মধ্যেই ফের এগিয়ে যায় চার্চিল। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইকেচুকুউ। তাঁর জোড়া গোলেই এবারের আই লিগে প্রথমবার তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল গোয়ার চার্চিল ব্রাদার্স। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

এদিন হারলেও শীর্ষস্থান অবশ্য খোয়াতে হয়নি মহামেডানকে। পাঁচ ম্যাচে ১২ পয়েন্টেই থাকল তারা। অন্যদিকে, সমান ম্যাচে চার্চিলের ঝুলিতে মাত্র চার পয়েন্ট। তেরো দলীয় লিগে তারা রয়েছে এগারো নম্বরে।