ইউনাইটেড স্পোর্টসের কাছে হার মহামেডানের

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ফের ধাক্কা খেল মহামেডান স্পোর্টিং ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের এই…

Mohammedan SC,United SC, CFL 2025 ,Calcutta Football League

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ফের ধাক্কা খেল মহামেডান স্পোর্টিং ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড। এদিন প্রতিপক্ষ দলের হয়ে জোড়া গোল করেন সাহিল হরিজন। এবং একটি গোল করেন দীপেশ মুর্মু। যারফলে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো ইউনাইটেড স্পোর্টস। অন্যদিকে, দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে আপাতত দশ নম্বরে থাকল মহামেডান।

উল্লেখ্য, গত ম্যাচে আটকে যাওয়ার পর এদিন প্রথম থেকেই জয়ের জন্য মরিয়া চেষ্টা ছিল সাদা-কালো ব্রিগেডের। কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে গোল তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ঝাঁঝালো আক্রমণের সামনে আটকে যেতে হচ্ছিল বারংবার। প্রথমার্ধের শেষে গোলশূন্য ফলাফল থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে শুরু করে দিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। তারপর দীপেশ মুর্মুর গোল নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস যুক্ত করেছিল ইউনাইটেডের ফুটবলারদের।

   

তাছাড়া সাহিল হরিজনের ধারালো পারফরম্যান্স নিঃসন্দেহে জয় সুনিশ্চিত করে দিয়েছিল ময়দানের এই শক্তিশালী দলকে। তবে শুধুমাত্র এই দুই ফুটবলার নন। তিন কাঠির নিচে থেকে সৌরভ সামন্তের সক্রিয়তা গোটা ম্যাচ জুড়ে চাপে রেখেছিল রেড রোডের ফুটবল ক্লাবকে। ম্যাচের শেষের দিকে মহামেডানের কাছে গোলের একাধিক সুযোগ আসলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে আসে জয়। যা নিঃসন্দেহে পরবর্তী ম্যাচের আগে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের ফুটবলারদের।

Advertisements

অন্যদিকে, আগামী কয়েকদিন পরেই টুর্নামেন্ট তৃতীয় ম্যাচ খেলতে নামবে মহামেডান। যেখানে তাঁদের লড়াই করতে হবে রেনবো এফসির সঙ্গে। আসন্ন ম্যাচ থেকেই এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ব্ল্যাক প্যান্থার্সদের।