Mohammedan SC: আরও কঠিন হচ্ছে মহামেডানের আই লীগ জয়ের পথ

চলতি আই লীগে এখনও পর্যন্ত অপরাজিত মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ক্রম তালিকার শীর্ষ স্থানে রয়েছে দল। এবার এখনই স্বস্তির পাওয়ার উপায় নেই। কারণ আরও…

Mohammedan SC

চলতি আই লীগে এখনও পর্যন্ত অপরাজিত মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ক্রম তালিকার শীর্ষ স্থানে রয়েছে দল। এবার এখনই স্বস্তির পাওয়ার উপায় নেই। কারণ আরও একটি দলের পয়েন্ট এখন মহামেডানের সমান হয়েছে।

গগনদীপ বালির দ্বিতীয়ার্ধের গোলে সোমবার আই লীগের ১০ তম ম্যাচে দিল্লি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে শ্রীনিদি ডেকান ফুটবল ক্লাব। এই জয়ে ১০ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেকান ওয়ারিয়র্স।

   

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা

এদিনের ম্যাচে দুই দলের মধ্যে দিল্লি এফসি শুরুটা ভালো করেছিল। শ্রীনিদি ডেকান এফসি ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করেছিল দিল্লি। মিডফিল্ডার মায়াক্কানানের চোটের কারণে ডেকান ওয়ারিয়র্স প্রাথমিক পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। দলে আনা হয়েছিল অরুণ কুমারকে। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে রেখে খেলা শুরু করে শ্রীনিদি ডেকান। ৬৪তম মিনিটে বাঁ দিক থেকে সুযোগের সদ্ব্যবহার করেন উইঙ্গার রিলওয়ান হাসান। ডিফেন্ডার গগনদীপ শটটি ব্লক করার চেষ্টা করেছিলেন তবে তার গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত এই আত্মঘাতী গোল নিষ্পত্তি করে ম্যাচের।

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী

এবারের আই লীগে খেতাব জয়ের দাবিদার একাধিক দল:
– মহামেডান স্পোর্টিং ক্লাব: ৮ ম্যাচে ২০ পয়েন্ট
– শ্রীনিদি ডেকান: ১০ ম্যাচে ২০ পয়েন্ট
– রিয়াল কাশ্মীর: ৯ ম্যাচে ১৭ পয়েন্ট
– আইজল এফসি: ৯ ম্যাচে ১৭ পয়েন্ট
– শিলং লাজং: ৯ ম্যাচে ১৬ পয়েন্ট