সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামছে মহামেডান, তার আগে কী বলছেন তন্ময়?

আজ প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতার আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব।…

East Bengal's Super Six Preparation

আজ প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতার আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ ফের মিনি ডার্বির সাক্ষী থাকতে চলেছে কলকাতা ময়দান। উল্লেখ্য, গত ১৭ তারিখ থেকে সুপার সিক্সের লড়াই শুরু করেছে ময়দানের সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই খিদিরপুর ফুটবল ক্লাবকে ৫ গোলের ব্যবধানে হারায় ব্ল্যাক প্যান্থার্সরা।

যারফলে, টুর্নামেন্টের এই পর্যায়ে এসেও যথেষ্ট ছন্দে রয়েছে গতবারের বিজয়ীরা। এছাড়াও গত কয়েকদিন আগে গ্রুপের শেষ ম্যাচে বেশ কয়েকদিন আগেই বাস্তব রায়ের মোহনবাগান দলের বিপক্ষে খেলতে হয়েছিল সাদা-কালো দলকে। সেই ম্যাচে পিছিয়ে থেকে ও ২-২ গোলে ম্যাচ ড্র করেছিল মহামেডান। তাই দল যে ব্যাপক ছন্দে আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আজকের এই ম্যাচ যে যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই চলে।

অন্যদিকে, কলকাতা লিগের শুরু থেকে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে বিনো জর্জের লাল-হলুদ জুনিয়র দল। প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল পুলিশ দলের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের পুরোনো ছন্দে ফেরে মশাল ব্রিগেড। তারপর মাঝে দুইবার ভবানীপুর ও বিএসএস দলের বিপক্ষে ড্র করতে হলেও সময় যত এগিয়েছে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই সহজ জয় তুলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল দল। তাই আজকের ম্যাচে ও যে তাড়া জয় পেতে মরিয়া থাকবে সেই কথা পরিষ্কার। এসবের মাঝেই ম্যাচের আগে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মহামেডান স্পোর্টিং দলের ফুটবলার তন্ময় ঘোষ।

আজকের এই মিনি ডার্বির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা টানা ম্যাচ খেলে আসছি। সেজন্য দলের ফুটবলাররা একটু ক্লান্ত রয়েছে ঠিকই তবে এবার সামনে বড় ম্যাচ আমরা আমাদের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করবো। জেতার জন্য আমরা লড়াই করবো। সাংবাদিকের তরফ থেকে ম্যাচের কোনো বিশেষ কোনো ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেরকম কোনো ভাবনা নেই। আমরা যেমন প্রতিটা ম্যাচ খেলি, এটাও সেরকমই হবে। ইস্টবেঙ্গল নিয়ে সেরকম কোনো ভাবনা নেই। কোচের নির্দেশ মতো আমরা খেলবো। সুপার সিক্স খুব একটা সহজ হবে না। আমরা এখানে প্রতিটা টিমকেই সমানভাবে সমিহ করে চলছি।”