AFC Cup: ভারতের দুই ক্লাবের চিন্তার কারণ হতে পারেন এক বিদেশি ফুটবলার

শুরু হয়ে গিয়েছে AFC কাপের (AFC Cup) গ্রুপ পর্বের খেলা। প্রথম ম্যাচে মালদ্বীপের মেজিয়া এবং ভারতের মোহন বাগান সুপার জায়ান্ট বড় ব্যবধানে জয় লাভ করেছে।…

Boburbek Yuldashov

শুরু হয়ে গিয়েছে AFC কাপের (AFC Cup) গ্রুপ পর্বের খেলা। প্রথম ম্যাচে মালদ্বীপের মেজিয়া এবং ভারতের মোহন বাগান সুপার জায়ান্ট বড় ব্যবধানে জয় লাভ করেছে। পরাজয় বরণ করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings) এবং ভারত থেকে যোগ্যতা অর্জন করা অপর দল ওড়িশা এফসি। বসুন্ধরা হারলেও ভালো খেলেছিল।

মেজিয়ার বিরুদ্ধে ভালো ফুটবল উপহার দিয়েছিল বসুন্ধরা কিংস। বল পজিশন থেকে আক্রমণ শানানো, সবেতেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে বাংলাদেশের অন্যতম সেরা দল। ফিনিশিংয়ে দুর্বলতার কারণে ১-৩ গোল হারতে হয়েছে বসুন্ধরা কিংসকে। পরাজিত হলেও কিছু ইতিবাচক দিক রয়েছে তাদের খেলায়। যার মধ্যে অন্যতম Boburbek Yuldashov।

Boburbek Yuldashov বসুন্ধরা কিংসের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। উজবেকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার মেজিয়ার বিরুদ্ধে ম্যাচের নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। রক্ষণ ভাগের ফুটবলার হলেও তার বল ডিস্ট্রিবিউশন ফুটবল প্রেমীদের নজরে পড়েছে। পিছন থেকে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন Boburbek Yuldashov।

মেজিয়ার বিরুদ্ধে ববুরবেকের পরিসংখ্যান গ্রুপের অন্যান্য দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই ম্যাচে তার পাসিং অ্যাকিউরেসি প্রায় ৯২ শতাংশ। ৯৩ বার বল নিজের পায়ে নিয়েছেন Boburbek Yuldashov। মোট ৭৯ বার সঠিক ঠিকানায় পাস বাড়িয়েছেন। ৯ টি লং বল বাড়িয়েছেন নিখুঁতভাবে। দলের মাঝমাঠ কিংবা আক্রমণভাগের ফুটবলারদের নামের পাশেও এরকম পরিসংখ্যান নেই।

AFC Cup এর পরের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে বসুন্ধরা কিংস। অক্টোবরের ২ তারিখে ম্যাচ। দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। তাই জয় ছিনিয়ে নিতে চাইবে দুই দেশের এই দুই ক্লাব। ববুরবেকের দিকে ফুটবল ভক্তরা নিশ্চই চোখ রাখবেন এই ম্যাচে।