Leon Augustine: এই ভারতীয় মিডফিল্ডারের দিকে নজর মহামেডানের

Mohammedan SC Eyes Indian Midfielder Leon Augustine

আসন্ন সিজনে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেবে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। সেজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল গতবারের আইলিগ জয়ীরা। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও এবার থাকছে চমক। সপ্তাহ কয়েক আগেই জানা গিয়েছিল দুই দাপুটে ফুটবলারের কথা। সব ঠিকঠাক এগোলে নয়া মরসুমে তাদের দেখা যেতে পারে সাদা-কালো জার্সিতে। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে লিওন অগাস্টিনের (Leon Augustine) নাম।

শেষ আইএসএল মরসুমে স্টাইকোস ভার্গেটিসের পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় ফুটবলার। গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও থেকেছে এই মিডফিল্ডারের। হিসেব অনুযায়ী আরো একটি সিজনের জন্য আইএসেলের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন অগাস্টিন। বিশেষ সূত্র মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে বছর পঁচিশের এই ফুটবলারকে দলে টানতে চাইছে রেড রোডের ফুটবল ক্লাব।

   

যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। আগামী কয়েকদিনের মধ্যেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মহামেডান ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দল চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলের এক দাপুটে উইঙ্গারকে। সেখানেই শেষ নয়। সাদা-কালোর নজরে থেকেছেন ঘানার এক তারকা মিডফিল্ডার।‌

নয়া সিজনে তাদের উপস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। গতবছর চূড়ান্ত সাফল্য পাওয়ার পর এবার দাপটের সাথে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করার পরিকল্পনা থাকবে ময়দানের এই তৃতীয় প্রধানের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন