বাঙ্কারহিলের বিকল্প খুঁজে নিল মহামেডান, কে হতে পারে নতুন ইনভেস্টর?

বহুদিনের আলোচনার পরেও এখনো পর্যন্ত মেলেনি কোনো সমাধান সূত্র। তাহলে কি এবার সত্যি চলে যাচ্ছে দীপক কুমার সিংয়ের বাঙ্কারহিল? ঠিক তেমনই ইঙ্গিত মিলেছে এবার। তবে…

Mohammedan Sporting Club undergoing renovation

বহুদিনের আলোচনার পরেও এখনো পর্যন্ত মেলেনি কোনো সমাধান সূত্র। তাহলে কি এবার সত্যি চলে যাচ্ছে দীপক কুমার সিংয়ের বাঙ্কারহিল? ঠিক তেমনই ইঙ্গিত মিলেছে এবার। তবে এই লগ্নিকারী সংস্থার বিকল্প ও নাকি ঠিক করে ফেলেছে মহামেডান। যারফলে, অনেকটাই স্বস্তিতে থাকতে পারবে সাদা-কালো সমর্থকরা।

যতদূর জানা যাচ্ছে, টয়াম নামে এক বানিজ্যিক সংস্থা মহামেডান স্পোর্টিং দলের ইনভেস্টর হতে ইচ্ছে প্রকাশ করেছে। পূর্বে একাধিকবার এই সংস্থার নাম ক্লাব চত্বরে শোনা গেলেও একাধিক কারনের জন্য নাকি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে বাঙ্কারহিলের এমন মনোভাবের মাঝে ফের উঠে আসতে শুরু করল এই নয়া সংস্থার নাম।

বিশেষ সূত্র মারফত খবর, টয়ামের তরফ থেকে বিশেষ প্রস্তাব ও নাকি পাঠানো হয়েছে রেড রোডের এই তাঁবুতে। এক্ষেত্রে বিভিন্ন শর্ত সাপেক্ষের বিনিময়ে নাকি মোট ৫১ শতাংশ শেয়ার দাবি করা হয়েছে টয়াম সংস্থার তরফ থেকে। তবে ক্লাব সভাপতি বিশেষ কাজে লখনউ যাওয়ার ফলে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে দুই পক্ষকে। তবে সেখানেই শেষ নয়। আরও শোনা যাচ্ছে, আরও ১০ শতাংশ শেয়ার ছাড়তে হবে মহামেডান কে। যদি মহামেডান আইএসএল খেলে, তাহলে তা চলে যাবে টয়ামের খাতায়।

তবে ক্লাবের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মোট ৫০ শতাংশ শেয়ার ছাড়তে রাজি সাদা-কালো ব্রিগেড। তবে টয়াম অপেক্ষাকৃত বড় লগ্নিকারী সংস্থা হওয়ায় ফলে তাদের দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়া হতে পারে। কারন, টয়াম চাইলে পরবর্তী সময়ে আইএসএলের জন্য ঝাঁপাতে পারবে সাদা-কালো ব্রিগেড। শেষ পর্যন্ত আদৌ এই লগ্নিকারী সংস্থার প্রস্তাব মানা হয় কিনা, সেদিকেই নজর থাকবে।