ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল মহামেডান এসসি ( Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের দল চেন্নাইয়ান এফসিকে হারানোর পর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচের পরই কার্যত ভরাডুবি আইএসএলে সুযোগ পাওয়া এই দলের। মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদের কাছেও হারের মুখ দেখতে হল আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দলকে। গতকাল ম্যাচ হেরে ফুটবলারদের ক্লান্তির কথা স্বীকার করে নিয়েছিলেন কোচ নিজেই। এরপর দলের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) সোজাসাপটা জানান ভালো খেলতে পারেনি।
Andrey Chernyshov : হায়দরাবাদের কাছে হেরে কোন কারণকে দায়ী করলেন কোচ চেরনিশভ!
অক্টোবর শুরুতেই মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৩-০ গোলে হার। এরপর নিজেদের ঘরের মাঠেই কেরালা ব্লাস্টারর্সের বিরুদ্ধে ০-৩ গোলে হার। যদিও এই ম্যাচ হেরে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকরাও এমনকি কোচ আন্দ্রে চেরনিশভ নিজেই। গতকাল হায়দরাবাদের কাছে ০-৪ গোলে হার নিয়ে দলের ফুটবলারদের পার্ফম্যন্স হতাশ করেছে সমর্থকদের। ম্যাচের শুরু ১৫ মিনিটের মধ্যে ৩ গোলে পিছিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। যদিও এরপর ঘুরে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ হয় অ্যালেস্কিস, ফ্রাঙ্কারা।
বাগান সমর্থকদর নিয়ে আবেগপ্রবণ কামিন্সদের প্রাক্তন সতীর্থ জোনি কউকো
এই ম্যাচ হেরে দীপেন্দু বিশ্বাস জানান, ” আমরা খারাপ খেলিনি এর আগে, তবে এই ম্যাচে খারাপ খেলেছি তাই হেরেছি। আইলিগে রিয়াল কাশ্মীর ম্যাচের পর এই ম্যাচে খারাপ খেলল দল। এর মাঝে কোন খারাপ পারফরম্যন্স করেনি। তবে কারোর নাম কিছু বলার নেই এখনো ১৯ তা ম্যাচ আছে টিম ভালো খেলবে।” আগামী ৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে চলেছে মহামেডান সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন,” সেটা পরে বলা যাবে, এই নিয়ে এখন কিছু বলার নেই। তবে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ড্রেসিং রুমে আলোচনা হয়েছে।” আজ থেকে সাদা-কালো ব্রিগেডের ফুটবলারদের অনুশীলনে তিন দিন ছুটি বলেও জানা তিনি।
মহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসী হায়দরাবাদ, বড় চ্যালেঞ্জের অপেক্ষায় মোহনবাগান
ইস্টবেঙ্গল বনাম মোহামেডান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে দুই দলের সমর্থকরা। ম্যাচের ফলাফল কি হয়। ই ম্যাচের ওপর নির্ভর করছে লিগ টেবিলে দুই দলের অবস্থান। ১৩ নম্বরে রয়েছে লাল-হলুদ শিবির। এক ধাপ এগিয়ে অর্থাৎ ১২ নম্বরে রয়েছে মহামেডান।