Mohammedan SC: মহামেডানের বিশেষ সম্মানে ক্লাবের দুই প্রাক্তনী কারা?

Shann a Mohammedan SC Special Award 2025

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) ইতিহাসে ‘শান-এ-মহামেডান’ (Shann a Mohammedan) সম্মান এক অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। এই সম্মান প্রতি বছর ক্লাবের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের হাতে তুলে দেওয়া হয়। এই পুরস্কার শুধুমাত্র তাদের কৃতিত্বের জন্য নয়, বরং ক্লাবের প্রতি তাদের অবদান এবং সমর্থকদের জন্য তাদের ভালোবাসার প্রতিফলন হিসেবেও দেওয়া হয়।

এই বছর ২৩ মার্চ, মহামেডান ক্লাবের ইফতার অনুষ্ঠানে, ‘শান-এ-মহামেডান’ সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন মহামেডান ফুটবলার অতনু ভট্টাচার্য এবং আবদুল খালেকের হাতে। তাদের নাম ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই প্রাক্তন ফুটবলার ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সম্মতি দিলে, শীঘ্রই এই ঘোষণা সরকারিভাবে করা হবে। গত বছর আই লিগ জয়ী মহামেডান কর্তৃপক্ষ অতনু ভট্টাচার্য (Atanu Bhattacharya) এবং ইউসুফ আনসারিকে এই সম্মান দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। এবারে, ইউসুফ আনসারির পরিবর্তে, আবদুল খালেকের (Abdul Khalek) নাম চূড়ান্ত করা হয়েছে।

   

মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববি জানিয়েছেন, “গত বছর শান-এ-মহামেডান আমরা দিতে পারিনি। এবার অতনু ভট্টাচার্য এবং আবদুল খালেককে দেওয়ার কথা ভাবনাচিন্তা করেছি। তাঁদের সম্মতি পেলেই, আমরা দু-এক দিনের মধ্যে ঘোষণা করব।” তিনি আরও বলেন, “ক্লাব কর্তৃপক্ষ এইবার অতিরিক্ত যত্ন নিয়েছে, যেন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

অতনু ভট্টাচার্য এই সম্মান পাওয়ার বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মহামেডান সমর্থকদের ভালোবাসা চিরকাল আমার হৃদয়ে থাকবে। আমি হয়তো লিগ জিততে পারিনি, কিন্তু ফেডারেশন কাপ জিতেছিলাম। আজও নিউমার্কেট এলাকায় গেলে, পুরনো সমর্থকরা এসে কথা বলেন। তাদের ভালোবাসা ও সমর্থন আজও আমাকে শক্তি দেয়।” অতনু ভট্টাচার্য মূলত তার সেরা সময় কাটিয়েছেন মহামেডান জার্সিতে, এবং তার কৃতিত্ব আজও অনেকের মনে অম্লান রয়েছে।

অন্যদিকে, আবদুল খালেকও মহামেডান স্পোর্টিং ক্লাবের একজন প্রাক্তন তারকা। নাগপুরে থাকলেও তিনি কলকাতায় এসে এই সম্মান গ্রহণ করতে প্রস্তুত আছেন। তিনিও মহামেডান ক্লাবের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে বলেন, “এতদিন পরে এই সম্মান পেয়ে আমি খুবই গর্বিত। ক্লাবের সর্বোচ্চ সম্মান পেতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

এবারের মহামেডান ক্লাবের অবস্থানও কিছুটা হতাশাজনক। আইএসএলে তাদের অভিযান শেষ হয়েছে ড্র দিয়ে, যেখানে তারা পাঞ্জাবের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেছিল। কিন্তু ২-২ গোলে ম্যাচটি শেষ হয়। ২৪ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তারা লিগে শেষ স্থান অর্জন করেছে। তবুও, ক্লাব কর্তৃপক্ষ সুপার কাপের দিকে মনোনিবেশ করেছে এবং সেখানে ভালো পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর সঙ্গে বৈঠকও হয়েছে।

মহামেডান স্পোর্টিং ক্লাবের ‘শান-এ-মহামেডান’ সম্মান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাই এবারের ‘শান-এ-মহামেডান’ সম্মান প্রদানের অনুষ্ঠানটি সাদা-কালো ক্লাবের ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবাংলার মেরুকরণ বির্তকের মাঝেই খোদ যোগী রাজ্যে ‘গঙ্গা যমুনা তহজীব’
Next articleমমতার অক্সফোর্ড আমন্ত্রণ পত্র ফাঁস করলেন কুনাল ঘোষ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।