ছন্দে ফিরতে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পরপর দুই ম্যাচ জয় পেল তারা। রবিবার সার্দান সমিতির বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
রবিবার ঘরের মাঠে সার্দান সমিতির বিরুদ্ধে মাঠে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লিগের গত ম্যাচে জয় পেয়েছিল দল। জয়ের ধারা বজায় রাখার জন্য মরিয়া ছিল সাদা কালো ব্রিগেড। ম্যাচের শুরু থেকে গোলের সন্ধানে ছিল ব্ল্যাক প্যান্থাররা।
বদলে গেল East Bengal ম্যাচের ভেন্যু
মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করেছিল দুই দল। সজল বাগ, তন্ময় ঘোষদের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন রাজেশ রাজভর, বিবেক সিং-রা। তবে মহামেডানের আক্রমণ বেশিক্ষণ রুখে রাখতে পারেনি সার্দান সমিতি। ৩৩ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। রক্ষণভাগ থেকে দ্রুত গতিতে আক্রমণ তুলে এনেছিল দল. নিজেদের মধ্যে কয়েকটি ফরোয়ার্ড পাস খেলে সহজে প্রতিপক্ষের বক্সের কাছে চলে গিয়েছিল মহামেডান। ডান প্রান্ত থেকে বাড়ানো বল থেকে গোল করতে ভুল করেননি রবিনসন সিং।
বিরতির পর ম্যাচে ফেরে সার্দান সমিতি। আলোসিয়াসের গোলে সমতায় ফেরে দল। মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে গিয়েছিলেন। তারপর বেশ কিছুটা দৌড়ে গোল করেন সার্দান ফুটবলার। স্কোরলাইন ১-১ হওয়ার পর ম্যাচ হয়ে উঠেছিল আরও রোমাঞ্চকর।
A perfect victorious Sunday afternoon, sealing a 3-1 win over Southern Samity. 😎#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #ISL #cfl2024 pic.twitter.com/Pmr7vVOydl
— Mohammedan SC (@MohammedanSC) July 14, 2024
Copa America 2024: ৩৭ বছর বয়সে ইতিহাস গড়লেন সুয়ারেজ
মহামেডান স্পোর্টিং ক্লাবে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যে চাপ বাড়ায় আক্রমণে। সার্দান সমিতি ম্যাচে ফেরার মিনিট পাঁচেকের মধ্যে গোল করেন ইসরাফিল দেওয়ান। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর সার্দান সমিতির কফিনে শেষ পেরেকটি পোঁতেন লালথামকিমা। ৮৫ মিনিটে নিশ্চিত মহামেডানের তৃতীয় গোল ও নিশ্চিত পুরো পয়েন্ট।