Mohammedan SC: ম্যাচ হবে যুবভারতীতে, ঘোষণা মহামেডানের

বড় ঘোষণা করে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। চলতি আই লিগের শেষ ম্যাচ তারা খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ক্লাব জানিয়েছে।

   

আই লিগ ২০২৪ এর এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বাইরের মাঠে খেলার পর এসেছিল বহু প্রতীক্ষিত খবর। চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব। আইজল থেকে কলকাতায় ফেরার পর ক্লাব সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছিল। প্রিয় ক্লাবকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের গেটে সমর্থকরা উপস্থিত ছিলেন। উৎসবের আমেজে ইতিমধ্যে গা ভাসাতে শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু মরসুম যে এখনও শেষ হয়নি। বাকি রয়েছে আরও একটি ম্যাচ। সেই ম্যাচে হবে কলকাতায়।

মহামেডান স্পোর্টিং ক্লাবের পরের ম্যাচ কলকাতায় হতে চলেছে। এটাই এবারের আই লিগ সিজনের দলের শেষ ম্যাচ। আগামী ১৩ এপ্রিল মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম দিল্লি এফসি ম্যাচ। ক্লাব ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। হিসেবে মতো এই ম্যাচে স্রেফ নিয়ম রক্ষার জন্য। তবুও কথায় রয়েছে শেষ ভালো যার সব ভালো তার। সেহেতু অন্তিম ম্যাচেও চ্যাম্পিয়নের মতো খেলতে চাইবে মহামেডান। সন্ধ্যা ৬ টায় যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচে রয়েছে। গ্রাউন্ড সেমিব্রেশনের কথা মাথায় রেখেই শহরের সেরা মাঠকে সাদা কালো কর্তারা বেছে নিয়েছেন। ঘরের মাঠে সমর্থকদের সামনে ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন