Abhishek Banerjee: NIA-বিজেপি আঁতাতের অভিযোগ, সন্ধেয় রাজভবনে তৃণমূল

সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ রাজভবনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল। এবার এনআইএ-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আজ সন্ধে সাড়ে…

TMC MP Abhishek Banerjee

সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ রাজভবনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল। এবার এনআইএ-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ অভিষেকের নেতৃত্বে রাজভবনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লিতে ধর্নায় তৃণমূল সাংসদদের পুলিশি হেনস্থার অভিযোগেও রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। এবার NIA-বিজেপি আঁতাতের অভিযোগ। 

রাজ্যপালকে ৬ পাতার চিঠি লেখেন অভিষেক। চিঠিতে যাবতীয় বিষয় উল্লেখ করা হয় বলেই জানা গিয়েছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথাও জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ সন্ধেয় সরাসরি সি ভি আনন্দ বোসের মুখোমুখি হয়ে দরবার করবে তৃণমূলের প্রতিনিধি দল। শুধু তাই নয়, জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য আটকে রয়েছে কমিশন অনুমোদন না দেওয়ায়। সেই বিষয়টিও তৃণমূলের তরফে উত্থাপন করা হবে বলেই জানা যাচ্ছে। 

   

তবে রাজ্যপাল নির্বাচন কমিশনে তৃণমূলের করা অভিযোগ তুলে ধরেন কিনা সেটাই দেখার। তাহলেই বোঝা যাবে তৃণমূল- রাজ্যপাল বৈঠক আদৌও ফলপ্রসূ কিনা। কারণ রাজ্য-রাজ্যপাল সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই মত রাজনৈতিক মহলের। দুই তরফে সংঘাত লেগেই থাকে। সেই পরিস্থিতিতে রাজ্যপাল কতটা গুরুত্ব সহকারে তৃণমূলের অভিযোগ শুনবে সেটাই বড় প্রশ্ন।