ভোটের মুখে BJP-তে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, এলেন আরও এক হেভিওয়েট

লোকসভা ভোটের মুখে ফের একবার দলের শক্তি বাড়ল বিজেপি (BJP)-র। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা ভোট শুরু হবে। কিন্তু তার আগে আজ রবিবার…

লোকসভা ভোটের মুখে ফের একবার দলের শক্তি বাড়ল বিজেপি (BJP)-র। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা ভোট শুরু হবে। কিন্তু তার আগে আজ রবিবার দিল্লিতে দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) আরকেএস ভাদুরিয়া।

শুধু তাই নয়, ওয়াইএসআরসিপি নেতা ভারাপ্রসাদ রাও ভেলাগাপল্লী বিজেপিতে যোগ দিয়েছেন আজ আরকেএস ভাদুরিয়া ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৩তম বায়ুসেনা প্রধানের পদে ছিলেন। তিনি আগ্রা জেলার বাহ তহসিলের বাসিন্দা। সূত্রের খবর, গাজিয়াবাদ থেকে তাঁকে লোকসভার প্রার্থী করতে পারে বিজেপি।

আরেক বরিষ্ঠ সেনা জেনারেল ভি কে সিং গাজিয়াবাদ আসনের বর্তমান লোকসভা সাংসদ। তিনি এই আসন থেকে দু’বারের সাংসদ, ২০১৪ সালে প্রথম এবং ২০১৯ সালে আবার প্রার্থী হয়েছিলেন। বিজেপি এখনও পর্যন্ত প্রকাশিত চারটি প্রার্থী তালিকায় গাজিয়াবাদ আসনে তার প্রার্থী ঘোষণা করতে পারেনি।

বিজেপির শীর্ষ নেতৃত্ব গতকাল শনিবার সিইসির বৈঠক করেছিলেন এবং দল আজ তার পঞ্চম তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।