আগের মরশুমটা খুব একটা আরামদায়ক ছিল না মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। যারফলে, ঘরোয়া লিগ ছাড়া তেমন কোনও ট্রফি ছিল না রেড রোডের এই ফুটবল তাঁবুতে। সেই পুরোনো ছন্দ বজায় রেখেই এবার ফের কলকাতা লিগ জয় করেছে দল। অনবদ্য পারফরম্যান্স থেকেছে তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গার।
তবে এবার জাতীয় স্তরের টুর্নামেন্ট তথা আইলিগ জয়ের অনেকটাই কাছে সাদা-কালো ব্রিগেড। বর্তমানে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আইলিগের শীর্ষস্থানে রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান দল। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। এছাড়াও শক্তিশালী গোকুলাম কেরালার থেকে ও এগিয়ে রয়েছে অনেকটাই।
তাই এবারের এই ম্যাচ জিততে পারলে আইলিগ জয়ের অনেকটাই কাছে চলে আসবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। আজ সন্ধ্যায় কেরালার ইএমএস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এখন সেদিকেই নজর আপামর সাদা-কালো ব্রিগেডের সমর্থকদের। পারফরম্যান্স হিসেবে দেখলে গত অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করেছে মহামেডান। না হলে আরো অনেকটাই এগিয়ে যেত এই ফুটবল ক্লাব। অন্যদিকে, নামধারী এফসির বিপক্ষে গত ম্যাচ পরাজিত হতে হয়েছে গোকুলাম দলকে। সেজন্য, এবারের এই ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইবে কেরালার এই ফুটবল ক্লাব।
বলাবাহুল্য, এবছর আইজল থেকে শুরু করে পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা রাজস্থান, ইন্টারকাশি একের পর এক দলের বিপক্ষে জয় এসেছে অতি সহজেই । বলতে গেলে প্রতিটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ময়দানের এই প্রধান। টুর্নামেন্টের প্রথম লেগের টানা এগারো ম্যাচ অপরাজিত ছিল সাদা-কালো শিবির। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরু হতেই ধাক্কা খেতে হয় মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবকে। তাদছর পরাজিত হতে হয় রিয়েল কাশ্মীরের কাছে। যদিও পরবর্তীতে ফের ঘুরে দাঁড়ায় দল। সেখান থেকেই এখনো পর্যন্ত ছন্দে রয়েছে এই প্রধান।