স্ট্র্যাটেজিক পার্টনারশিপে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ফুলহ্যামের (Fulham) সাথে যুক্ত হতে চলেছে মহামেডান (Mohammedan০। এবার শুধুমাত্র আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার পালা। এর আগে দুই ক্লাবের বেশ কয়েকবার মৌখিক কথাবার্তা হয়েছিল। বেশ কিছু বিষয় একমত হয়েছে তারা।
এই চুক্তির ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সাপোর্ট স্টাফ এবং প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করার সুযোগ পাবে সাদা কালো ব্রিগেডের। নিজেদের মধ্যে ফুটবলার আদান প্রদান’ও করতে পারবে তারা। অর্থাৎ মহামেডান ফুলহ্যামের এবং ফুলহ্যাম মহামেডানের ফুটবলার নিতে পারবে। শোনা যাচ্ছে ফুলহ্যামের রিজার্ভ দল কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলবে। অন্যদিকে আসছে বছর ফুলহ্যামে অনুশীলনে যাব মহামেডান। নিঃসন্দেহে দেশের ফুটবলের আজ এক উজ্জ্বল দিন।
এই সংক্রান্ত আগের প্রতিবেদন: Mohammedan SC : মহামেডানের সঙ্গে যুক্ত হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব
সম্প্রতি একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে সাদা কালো শিবিরের নাম। ইনভেস্টর সংক্রান্ত কিছু সমস্যার কথা জানা গিয়েছিল। সমস্যা এখন মিটে যাওয়ার পথে। আগামী দিনে ১০০ কোটি টাকার বিনিয়োগ পেতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব।