Mohammad Shami : হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি পোস্ট করলেন শামি

দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammad Shami)। ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের পর থেকে একটিও ম্যাচ খেলেননি শামি। গোড়ালির…

Mohammad Shami

দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammad Shami)। ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের পর থেকে একটিও ম্যাচ খেলেননি শামি। গোড়ালির ইনজুরির (Mohammad Shami Injury) সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন তিনি। বিশ্বকাপের (ODI World Cup 2023) পর দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও এই খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল, তবে পরে তিনি দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

এরপর শোনা গিয়েছিল, লন্ডনে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করতে চলেছেন। শামির সেই অস্ত্রোপচার এবার সম্পন্ন হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি পোস্ট করেছেন স্বয়ং বোলার। পাশাপাশি নিজের প্রত্যাবর্তন নিয়েও বিবৃতি দিয়েছেন শামি। শামি কী বলেছেন?

   

 

গভীর রাতে হাসপাতালের বিছানা থেকে চারটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন মহম্মদ শামি। এই ছবিগুলি দিয়ে একটি আবেগঘন ক্যাপশানও লিখেছেন। শামি পোস্টটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার গোড়ালিতে সবেমাত্র সফল অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে আমি ভালো আছি। পুরোপুরি সেরে উঠতে আমার কিছুটা সময় লাগবে। আবার নিজের পায়ে ফেরার ব্যাপারে আমি সত্যিই রোমাঞ্চিত।’
মহম্মদ শামি কতো দিনে সুস্থ হয়ে উঠতে পারবেন এবং কখন মাঠে ফিরবেন সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আইপিএল ২০২৪-এ যে তিনি খেলতে পারবেন না সেটা আগেই জানা গিয়েছে।

আইপিএল থেকে শামির ছিটকে যাওয়ায় বড় ধাক্কা দিয়েছে গুজরাট টাইটান্স। আইপিএল ২০২৪-এর আগে একের পর এক বিপর্যয়ের মুখে গুজরাটের এই দলটি। প্রথমে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। এরপর দলের নেতৃত্ব দেওয়া হয় শুভমান গিলকে। এবার দলের বাইরে মহম্মদ শামিও।

এ ছাড়া আফগানিস্তানের তারকা খেলোয়াড় রশিদ খানের খেলা নিয়েও রয়েছে সংশয়। রশিদও দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন, তাই তিনি টুর্নামেন্ট খেলতে পারবেন কি পারবেন না, সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।