East Bengal: আরও এক ফুটবলার ত্যাগ করলেন ইস্টবেঙ্গল তাঁবু

আশঙ্কাই সত্যি হচ্ছে। এক দিকে যখন চলছে ঘর গোছানোর আলোচনা, তখনই অন্য দিকে খুলে গিয়েছে আগল। আরও এক ফুটবলার চলে গেলেন ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবু…

আশঙ্কাই সত্যি হচ্ছে। এক দিকে যখন চলছে ঘর গোছানোর আলোচনা, তখনই অন্য দিকে খুলে গিয়েছে আগল। আরও এক ফুটবলার চলে গেলেন ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবু ছেড়ে। 

জানা যাচ্ছে, মহম্মদ রফিক (Mohammad Rafique) আগামী মরশুমে আর লাল হলুদ জার্সি পড়ে মাঠে নামবেন না। তাঁকে ইতিমধ্যে দলে নিয়ে নিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান এফসি। দুই বছরের চুক্তিতে তিনি দক্ষিণ ভারতের এই ফ্রাঞ্চাইজির দলে যোগ দিয়েছেন বলে খবর। 

   

দলবদলের বাজারে রফিকের নাম আগেই শোনা গিয়েছিল। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই মিডফিল্ডারের কাছে একাধিক ক্লাব প্রস্তাব পাঠিয়েছিল । জানা গিয়েছিল যে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন রফিক। অবশেষে তা নিয়ে ফেলেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত চেন্নাইয়ের ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গ তনয়। 

ফ্রি ট্রান্সফারে নতুন দলে যাবেন রফিক। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে মে মাসে শেষ হচ্ছে চুক্তি। চলতি ইন্ডিয়ান সুপার লিগ খুব একটা ভালো যায়নি চেন্নাইয়ান ফুটবল ক্লাবের। তাই আগামী দিনের কথা ভেবে তড়িঘড়ি দল গঠনের কাজে নেমে পড়েছেন ক্লাবের কর্তারা।