ISL: ওগবেচের খেলায় ‘পুরনো মদের মাদকতা’, বাগানের ঈশান-কোণে মেঘ

এখনও ঘোর ধরাচ্ছে বার্থোলোমিউ ওগবেচের খেলা (ISL)। রয় কৃষ্ণা গোল করলেও তা ফিকে পড়ে গিয়েছিল অচিরেই। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-১ গোলে হেরেছিল এটিকে মোহন বাগান।…

এখনও ঘোর ধরাচ্ছে বার্থোলোমিউ ওগবেচের খেলা (ISL)। রয় কৃষ্ণা গোল করলেও তা ফিকে পড়ে গিয়েছিল অচিরেই। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-১ গোলে হেরেছিল এটিকে মোহন বাগান। ফাইনালে যাওয়ার পথ খোলা রাখতে অন্তত দু’টি গোল শোধ করতেই হবে সবুজ মেরুন ব্রিগেডকে। 

এক ক্রীড়া মাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখানো হয়েছে বার্থোলোমিউ ওগবেচের পায়ের স্কিল। মাঝমাঠ থেকে একাই বল পায়ে এগিয়ে চলেছেন তিনি। জনা পাঁচ এটিকে মোহন বাগান ফুটবলারকে কাটিয়ে নিলেন অবলীলায়। ‘ হি গট স্কিল, হি গট পেস ‘, শোনা যাচ্ছে কমেন্ট্রিতে। অর্থাৎ নৈপুণ্যতা এবং গতির দারুণ মিশ্রণ। ভিডিও ক্যাপশনে লেখা, “𝐀𝐠𝐞𝐢𝐧𝐠 𝐥𝐢𝐤𝐞 𝐚 𝐟𝐢𝐧𝐞 𝐰𝐢𝐧𝐞”। 

বাগানের বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনালে ৩৭ বছর বয়সী তারকা যেমন গোল করেছেন তেমনই আক্রমণ গড়ার ক্ষেত্রে রেখেছেন অবদান। 

ISL
এটিকে মোহন বাগানের বিরুদ্ধে অপ্রতিরোধ্য

ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘এটিকে মোহন বাগানকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’ গ্রুপ পর্যায়ের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ছিল এটিকে মোহন বাগান। সম্প্রতি বাগানের পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। তাতে বদল না আনলে আরও ঘনাতে পারে ক্লাবের ঈশান কোণে জমা মেঘ।