East Bengal: আগামী মরশুমে লাল-হলুদে অনিশ্চিত এই তারকা, কোথায় যেতে পারেন তিনি?

আগামী দুটি মরশুমের জন্য মশাল (East Bengal) ব্রিগেডের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তার হাত ধরেই একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি।

What's Next for Mobashir Rahman? Uncertainty Surrounds his Future at East Bengal

আগামী দুটি মরশুমের জন্য মশাল (East Bengal) ব্রিগেডের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তার হাত ধরেই একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি।

এমনকি সুনীল ছেত্রীদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বার্সেলোনার এই যুব দলের তারকা। এবার তাকে ভরসা করেই সুদিন ফেরাতে চাইছে কলকাতার এই প্রধান। তবে সেখানেই থেমে যায়নি সবকিছু এখন থেকেই কোচের উইশ লিস্ট মিলিয়ে খেলোয়াড় সই করানোর কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট ।

এক্ষেত্রে সবার আগে উঠে আসছে ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখরের কথা। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তিনি। পাশাপাশি চেন্নাইন এফসি থেকে আসতে পারেন ইভান ভান্সপল। এছাড়াও রহিম আলিকে ও টানতে মরিয়া দল। তার সাথে যুক্ত হতে পারেন লাল-হলুদের বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। একটা সময় যার হাত ধরে একাধিক ডার্বি জিতেছে দল। এবার সেই ঘরের ছেলেকেই ঘরে ফেরাতে পারে দল।

পাশাপাশি বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও হায়দরাবাদের তারকা ফুটবলার সিভেরিও এক আনতে চাইছে দল। সেইমতো নাকি তাকে পাঠানো ও হয়েছে চুক্তি পত্র। তবে দলে খেলোয়াড় সই করানোর পাশাপাশি একাধিক ফুটবলারকে ছাড়ার ও পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। তাদের মধ্যেই একজন হলেন মোবাসির রহমান।

শোনা যাচ্ছে আগামী মরশুমে ইস্টবেঙ্গল ছেড়ে নিজের পুরোনো ক্লাবে ফিরতে পারেন তিনি। অর্থাৎ জামশেদপুর এফসি। গত আইএসএলে এই লিগ শিল্ড জেতা দল থেকেই তাকে টেনে এনেছিল কলকাতার এই দল। তবে খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি। তাই আগামী বছর তাকে ছেড়ে অন্য ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল।