‘এক বছর সুযোগ পাইনি’, East Bengal ছাড়ার পর বললেন মিরাজ

ইস্টবেঙ্গলের (East Bengal) অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলে অনেকের দৃষ্টি আর্কষণ করেছিলেন মিরাজ মল্লিক। ইস্টবেঙ্গলের যুব দলের অধিনায়ক ছিলেন। সেই মিরাজ ছাড়লেন ইস্টবেঙ্গল। কলকাতার বড়…

East Bengal Miraj

ইস্টবেঙ্গলের (East Bengal) অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলে অনেকের দৃষ্টি আর্কষণ করেছিলেন মিরাজ মল্লিক। ইস্টবেঙ্গলের যুব দলের অধিনায়ক ছিলেন। সেই মিরাজ ছাড়লেন ইস্টবেঙ্গল। কলকাতার বড় ক্লাবের হয়ে খেলা যে কোনো ফুটবলারের জন্য স্বপ্ন। তাহলে মিরাজ কেন ইস্টবেঙ্গল ছাড়লেন? লাল হলুদ শিবিরকে বিদায় জানানোর পর মুখ খুললেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ছাড়ার কথা জানিয়েছেন মিরাজ মল্লিক। তিনি নিজে ইস্টবেঙ্গল ছাড়লেন নাকি ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল? মিরাজ জানিয়েছেন, “ম্যানেজমেন্টকে বলে কনট্র্যাক্ট টার্মিনেট করিয়েছি।”

   

CFL: এরিয়ানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান দেবত্তম

মিরাজের কথা অনুযায়ী তিনি নিজে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন এমন বড় সিদ্ধান্ত নিতে হল তাঁকে? সেই কথাও জানিয়েছেন মিরাজ মল্লিক।

মিরাজের কথায়, “সেই আগের বছর থেকে এই বছর পর্যন্ত একটাও ম্যাচে সুযোগ পাইনি। থেকে কী করবো? ম্যানেজমেন্টকে বলে কনট্র্যাক্ট টার্মিনেট করিয়েছি।” ইস্টবেঙ্গল মিরাজের প্রিয় ক্লাব। এই ক্লাবের সিনিয়র ফুটবলারদের সঙ্গে স্মরণীয় কিছু সময় কাটিয়েছেন। ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত স্বভাবতই সহজ ছিল না।

Souvik Das: দুই রাজ্যের লিগ সেরা, জিতেছেন আই লিগ, কলকাতায় তবু ‘অচেনা’ সৌভিক

মিরাজ আরও বলেছেন, “পুরো এক বছর, আগের বছর সিএফএল থেকে এই বছর আরএফডিএল পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ দেয়নি। কী করবো থেকে আমি? এইভাবে থেকে নিজের যে খেলাটা খেলতে পারতাম সেটাও নষ্ট হয়ে গিয়েছে।”

আঠারো বছর বয়সী মিরাজ জানিয়েছেন, বাড়িতে ফুটবল নিয়ে কেউ বিশেষ কিছু বোঝেন না। তাই নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।