HomeSports NewsEast Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানাল 'ক্যাপ্টেন'

East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানাল ‘ক্যাপ্টেন’

- Advertisement -

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে বিদায় সংবাদ। ক্লাব ছাড়লেন তরুণ ফুটবলার মিরাজ মল্লিক। লাল হলুদের বয়স ভিত্তিক দলে অধিনায়কত্ব করেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ইস্টবেঙ্গল ছাড়ার কথা জানিয়েছেন মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, “সব কিছুর জন্য ধন্যবাদ। আমার প্রিয় ক্লাব। লাল হলুদে কাটানো সময় কখনও ভুলবো না… বিদায় ইস্টবেঙ্গল।”

   

Mohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

গত বছরেও মনে করা হয়েছিল মিরাজের জন্য দীর্ঘমেয়াদী কিছু ভাবতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। বয়স ভিত্তিক দলের বড় দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর কাঁধে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার পরেই ভারতের বয়স ভিত্তিক জাতীয় শিবিরে ডাক পেয়েছিলেন মিরাজ।

২০২৩ সালের শুরুর দিকের খবর, গোয়ায় ভারতীয় অনূর্ধ্ব ১৭ শিবিরে ডাক পেয়েছিলেন ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৭ দলের অধিনায়ক মিরাজ মল্লিক। অনূর্ধ্ব-১৭ বাংলার দলের হয়ে খেলার সুযোগ আগেই পেয়েছিলেন তিনি।

 

দু-পায়ে ACL চোট, ফুটবল মাঠ থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কায় আকাশ

দশ নম্বরধারী মিরাজ মল্লিক মূলত আক্রমণ ও মাঝমাঠের সংযোগ রক্ষাকারী ফুটবলার হিসেবে খেলতে পছন্দ করেন। ছোট পাস বাড়িয়ে আক্রমণ তৈরি করা তাঁর খেলার অন্যতম বৈশিষ্ট্য় ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিং এবং ভিপি সুহেরের ফুটবলারদের সঙ্গে একই শিবির ভাগ করতে পেরে বেশ খুশিই ছিলেন মিরাজ। ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার আগে মোহনবাগানের হয়ে অনূর্ধ্ব ১৫ আই লিগ খেতাব জিতেছিলেন মিরাজ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular