সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন মন্ত্রিসভার গঠন হয়েছে কেন্দ্রে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার সন্ধ্যায় মন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য ক্যাবিনেট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং রেল মন্ত্রকের দায়িত্ব ফের একবার তাঁর কাঁধেই তুলে দিয়েছেন।
আজ ১১ জুন মঙ্গলবার ফের একবার রেলমন্ত্রীর দায়িত্ব নেন বৈষ্ণব। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাজও হাতে নিয়েছেন তিনি। আজ সকাল সকাল নিজের অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রমন্ত্রী এল মুরুগান অশ্বিনী বৈষ্ণবকে জড়িয়ে ধরেন। যাইহোক, রেলমন্ত্রী জানান, ‘মানুষ প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করেছেন যে তিনি আবার দেশের সেবা করতে পেরেছেন। এক্ষেত্রে রেল অনেক বড় ভূমিকা পালন করবে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলে অনেক সংস্কার করেছেন। রেলের বৈদ্যুতিকীকরণ, নতুন ট্র্যাক নির্মাণ, নতুন ট্রেন নির্মাণ, নতুন পরিষেবা বা স্টেশনগুলির পুনর্উন্নয়ন, এগুলি গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর বড় সাফল্য।’
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী রেলকে ফোকাসে রেখেছেন কারণ রেলওয়ে সাধারণ মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এবং আমাদের দেশের অর্থনীতির শক্তিশালী মেরুদণ্ড। তাই রেলওয়ের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। রেলের সঙ্গে মোদীজির আবেগঘন যোগাযোগ রয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।”
#WATCH | Delhi: After taking charge as Information and Broadcasting (I&B) Minister, Ashwini Vaishnaw says, “The people have once again blessed PM Narendra Modi to serve the country…Yesterday on the very first day of his first tenure, the Prime Minister took decisions dedicated… pic.twitter.com/sdXsqwTV7X
— ANI (@ANI) June 11, 2024