Rishabh Pant: ‘ফিজিওকে দু-একবার মাঠে আসতে হয়েছে’, পন্থের ব্যাপারে সাবধানী প্রাক্তন ক্রিকেটার

প্রায় ১৫ মাস পর মাঠে ফিরেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল ২০২৪ (IPL 2024)-এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ভালো…

Rishabh Pant, IPL 2024,

প্রায় ১৫ মাস পর মাঠে ফিরেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল ২০২৪ (IPL 2024)-এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ভালো ফর্মে রয়েছেন। আইপিএলের ১৭তম সিজনে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে পন্থ করেছেন ১৫২ রান। তাঁর ব্যাট থেকে এসেছে দু’টি হাফ সেঞ্চুরি।

মনে করা হচ্ছে, চলতি বছরে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেতে পারেন ঋষভ পন্থ। এবার এ ব্যাপারে বড় বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক। আইপিএলে প্রত্যাবর্তনের পর থেকে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পন্থ। প্রতিপক্ষ দলের বিপক্ষে ১২টি চার ও ৯টি ছক্কায় হাঁকিয়েছেন ইতিমধ্যে।

IPL 2024: দু-এক সপ্তাহ মাঠের বাইরে তারকা ব্যাটার

ঋষভ পন্থের চলতি ফর্মের কথা মাথায় রেখেই ক্রিকেট প্রেমীদের একাংশ আশা করছেন, জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এ ব্যাপারে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক। তিনি জানিয়েছেন, ‘কলকাতার বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিজিওকে দু-একবার মাঠে আসতে হয়েছে। আশা করি ঋষভ ভালো এবং ফিট আছে।’

ক্লার্কের মতে, ‘দিল্লির ফিজিওকে কয়েকবার দৌড়াদৌড়ি করতে দেখেছি। তাই আশা করছি ঋষভ পন্থ সুস্থ হয়ে তবেই মাঠে ফিরে এসেছে। ইতিবাচক দিক হল ম্যাচ শেষে সে বলেছে ভালো আছে। আশা করছে আগামী দুই দিনের বিরতিতে বিশ্রাম প্রয়োজনীয় নেবে এবং পরের ম্যাচের জন্য আবার ফিট হয়ে উঠতে পারবে।’

Mohun Bagan: সাহালকে কেন্দ্র কর অব্যাহত ধোঁয়াশা

গত ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানের টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৭.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন পন্থ। ২৫ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেলেছেন ঋষভ।