লড়লেও শেষ রক্ষা হল না, কিউইদের হারাল ব্লু ইন ব্রিগেড

শুভমনের দ্বিশতরান ও সিরাজের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হল নিউজিল্যান্ড। ব্রেসওয়েলের শতরান কাজে লাগল না। ভারত ১২ রানে জয়ী হল হায়দ্রাবাদের ম্যাচে।

Men in blue wins the match against new Zealand in Hyderabad

শুভমনের দ্বিশতরান ও সিরাজের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হল নিউজিল্যান্ড। ব্রেসওয়েলের শতরান কাজে লাগল না। ভারত ১২ রানে জয়ী হল হায়দ্রাবাদের ম্যাচে।

৩৫০ রানের বিরাট লক্ষ্য ছিল তাদের সামনে!‌ রান তাড়া করতে নেমে ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড দল। রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। দুরন্ত শতরান ম্যাচের রঙ বদলে দিয়েছিলেন কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। চার বল বাকি থাকতে ১২ রানে জয় ভারতের। ১২ বলে ২৪ রান দরকার ছিল। টার্নিং পয়েন্ট।

১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে এক উইকেট তুলে নেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। শার্দূলের প্রথম বলে ছয় মেরে ভারতীয় শিবিরকে টেনশনে ফেলে দিয়েছিলেন ব্রেসওয়েল। শেষপর্যন্ত ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। তাতে রয়েছে ১০টি ছয় এবং ১২টি চার। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে চার উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ভারতের সফলতম বোলার হিসাবে আবারও চার উইকেট নিলেন। নিজামের শহরে দুরন্ত শুভমন গিল। প্রথম ইনিংসে শুভমন গিলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির ইনিংস এবং মহম্মদ সিরাজের বোলিং জেতাল ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান। ১৪৯ বলে ২০৮ রান ভারতীয় ওপেনারের রাজকীয় ইনিংসে রয়েছে ৯টি ছয় এবং ১৯টি চার। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৩৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। স্নায়ুর চাপ সামলে ১২ রানে ম্যাচ জিতল ভারত।

অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। গিলের সঙ্গে নিজে ব্যাট করতে এসে শুরুটাও ভালই করেও অধিনায়ক রোহিত উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। ২০৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে তরুণ ওপেনার গড়েছেন একাধিক রেকর্ডও। শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা, ঈশান কিষানের পর পঞ্চম ভারতীয় হিসাবে ওয়ানডেতে দ্বিশতরানের মালিক হলেন গিল। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজিরের মালিক।

১৯ ইনিংসে ওয়ানডে কেরিয়ারে এক হাজার রান করে অভাবনীয় কীর্তি টিম ইন্ডিয়ার তরুণ তুর্কির। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে কীর্তি গড়েছেন গিল। গিলের অনবদ্য ইনিংসে ভর করে ৩৪৯ রানের পাহাড় প্রমাণ ইনিংস গড়ে ভারত। ২টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৩৪ রানে ফিরে যান ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া শতরান করা বিরাট কোহলি স্যান্টনারের বলে ৮ রানে বোল্ড হন। মিডল অর্ডারে শ্রেয়সের জায়গায় সুযোগ পাওয়া ঈশান কিষাণ ৫, সূর্যকুমার যাদব ৩১ এবং হার্দিক পাণ্ডিয়া ২৮ নিস্প্রভ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের আশা ছেড়েই দিয়েছিল কিউয়িরা।

টপ অর্ডার ফ্লপ। কেন উইলিয়ামসনের অভাব টের পেল কিউয়িরা। ফিন অ্যালেন ছাড়া প্রথম পাঁচজন ব্যাটার ব্যর্থ। অস্থায়ী অধিনায়ক টম লাথামও ২৪। ৪০ রান করেন নিউজিল্যান্ডের ওপেনার। ব্রেসওয়েলের অবিশ্বাস্য শতরান। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ ব্রেসওয়েল। ৪৫ বলে ৫৭ রান করেন স্যান্টনার। নিউজিল্যান্ডের ইনিংস সমাপ্তি ৩৩৭ রানে। ১২ রানে জিতল ভারত।