Jamie Maclaren: জেমিকে বিদায় জানাল মেলবোর্ন, সবুজ-মেরুনে প্রায় চূড়ান্ত এই তারকা

এবারের এই ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren)। মেলবোর্ন সিটির জার্সিতে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। এবারের এ লিগে ২৭ টি…

Melbourne City Bids Farewell to Jamie Maclaren

এবারের এই ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren)। মেলবোর্ন সিটির জার্সিতে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। এবারের এ লিগে ২৭ টি অ্যাপিয়ারেন্সে দশটি গোল এবং দুইটি অ্যাসিস্ট থেকেছে এই তারকার। অর্থাৎ মোট ১২ টি গোলে নিজের কনট্রিবিউশন রেখেছেন এই ফুটবলার। তবে সেখানেই শেষ নয়।

এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে ও তার থেকেছে একটি গোল। যা প্রমাণ করে তার দক্ষতার কথা। সিজেন শেষে তাকেই এবার বিদায় জানালো অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাব মেলবোর্ন সিটি। আজ ঘন্টাকয়েক আগেই সরকারিভাবে তাকে বিদায় জানানোর কথা প্রকাশ করা হয় তাদের সোশ্যাল সাইট থেকে।

   

Transfer Rumour: আবাহনী ছাড়ছেন জামাল ভুঁইয়া, যাচ্ছেন শেখ জামালে

বর্তমানে যা খবর, অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে পা রাখতে চলেছেন এই ফরোয়ার্ড। এক্ষেত্রে তাকে নেওয়ার জন্য প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্ট। তিনি দলে আসলে বড়সড়ো চমক থাকবে মেরিনার্সদের। উল্লেখ্য, এবারে ফুটবল সিজনের শুরুতে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সের পাশাপাশি আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে দলে নিয়ে এসেছিল সবুজ-মেরুন ব্রিগেড। গতবারের মতো এবার আইএসএল খেতাব ধরে রাখা সম্ভব না হলেও শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে দল। সেই সুবাদে নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে বাগান শিবির। সে সবকিছু মাথায় রেখেই নতুন করে দল সাজাচ্ছে মোহনবাগান।

Robinson Singh: একুশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকারের জন্য আগ্রহী একাধিক ক্লাব!

এছাড়াও তাকে চূড়ান্ত করার ক্ষেত্রে লড়াইয়ে রয়েছে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। এবছর মোহনবাগান দলকে হারিয়ে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। যারফলে, নতুন মরশুমে এএফসির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে দল। তাই সেরা সেরা দল গঠনে মরিয়া মুম্বাই। তাদেরও নজর রয়েছে অস্ট্রেলিয়ার এই ফরোয়ার্ডের দিকে। একটা সময় ফুটবলারের সঙ্গে কথাবার্তা ও এগিয়ে নিয়ে যেতে থাকে দল। শেষ পর্যন্ত আদৌ তারা জেমিকে দলে টানতে পারেন কিনা সেটাই দেখার।