অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে আটকে যেতে হলেও পরবর্তীতে দুইটি ম্যাচে কলকাতা ময়দানের এই প্রধানের পারফরম্যান্স সহজেই মন জয় করে নিয়েছিল সকল সমর্থকদের। যারফলে অনায়াসেই পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে এসেছিল সাদা-কালো ব্রিগেড। এমনকি দলের এমন পারফরম্যান্স দেখে অনেকেই মনে করতে শুরু করেছিল যে এবার হয়তো লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকবে ময়দানের এই প্রধান। কিন্তু সেটা সম্ভব হয়নি।
ম্যাচ এগোনোর সাথে সাথেই তাঁরা পরাজিত হতে থাকে একের পর এক ম্যাচ। যার পড়ে পয়েন্ট টেবিলের ক্ষেত্রে। বর্তমানে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে সাদা-কালো ব্রিগেড। এমন হতাশাজনক পারফরম্যান্সের দরুন গত কয়েক ম্যাচ ধরেই কোচ বদলের দাবি উঠে আসতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। তবে গত কয়েকদিন আগেই কোচ সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রাচী কতৃপক্ষ। তবে নব নিযুক্ত সহকারী কোচের আশার অপেক্ষায় ছিল সকলে।
তবে মেহরাজুদ্দিন ওয়াডুকে বেশ কয়েক সপ্তাহ আগে দলের দায়িত্ব দেওয়া হলেও পারিবারিক সমস্যার দরুন দলের সঙ্গে যোগ দিতে পারেননি মহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্রাক্তন ফুটবলার। যার প্রভাব পড়েছিল দলের মধ্যে। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকেই হয়তো সাদা-কালো ফুটবলারদের সঙ্গে যোগদান করবেন মেহরাজুদ্দিন ওয়াডু। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই মনোবল বাড়াবে দলের ফুটবলারদের। বলাবাহুল্য, শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও গত ম্যাচে শক্তিশালী ওডিশা এফসিকে আটকে দেয় মহামেডান।
দলের এমন পারফরম্যান্সে নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন সমর্থকরা। আগামী ৩রা জানুয়ারি হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে হবে সাদা-কালো শিবিরকে। প্রথম লেগে এই দলের কাছেই পরাজিত হতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। এবার বদলা লড়াই। নতুন বছরের শুরু থেকেই এবার জয় চান আন্দ্রে চেরনিশভ।