আইপিএল ২০২৪-এর আগে বড় ধাক্কা গুজরাট টাইটান্সের জন্য। শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলার কারণে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ম্যাথু ওয়েড (Matthew Wade)। শেফিল্ড শিল্ডের ফাইনালে তাসমানিয়ার হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
-২৩ মরসুমের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ থাকবে তাসমানিয়ার সামনে। ২৪ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের। এই ম্যাচে খেলতে পারবেন না ওয়েড। তবে ২৭ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া গেলেও যেতে পারে। গুজরাটের তৃতীয় ম্যাচ ৩১ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
তাসমানিয়ার প্রধান কোচ জেফ ভন হোবার্টে সাংবাদিকদের জানিয়েছেন, ‘ওয়েড আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে। তারা ওকে ফাইনাল খেলার জন্য ছাড়পত্র দিতে রাজি হয়েছে। আমরা খুব ভাগ্যবান যে ম্যাটের মতো কেউ আমাদের দলে থাকছে। তার অভিজ্ঞতা ও পারফরম্যান্স আমাদের দলের জন্য কার্যকর হতে পারে।’
🚨Matthew Wade is all set to miss Gujarat Titans' opening game of IPL 2024 after prioritising the Sheffield Shield final.
🚨Tasmania are in pole position to host the final between March 21-25 this year whereas Titans' first game of the season is set to be played on March 24… pic.twitter.com/rDMEW4mmlF
— Cricbuzz (@cricbuzz) March 8, 2024
অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলের দায়িত্ব পালন করার পর শেষ রাউন্ডের ম্যাচে তাসমানিয়া দলে ফিরেছেন ওয়েড। শেফিল্ড শিল্ড ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিং করেন তিনি। এর আগে ২০২০-২১ মরসুমে ভারতের বিপক্ষে টেস্টে সংক্ষিপ্ত সময়ের জন্য এই দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন।