Shnongpdeng: এত স্বচ্ছ জল! ঘুরে আসুন সোনাংপেডেং থেকে

ভারতের পর্যটন মানচিত্রে মোঘলয়ের কোনও তুলনা নেই। প্রাকৃতিক বৈচিত্র রাজ্যটিতে আর পাঁচটা ভ্রমণক্ষেত্র থেকে আলাদা করেছে। অনেকে বলেন, একবার মেঘালয়ে গেলে নাকি বারবার যেতে ইচ্ছে…

Shnongpdeng

ভারতের পর্যটন মানচিত্রে মোঘলয়ের কোনও তুলনা নেই। প্রাকৃতিক বৈচিত্র রাজ্যটিতে আর পাঁচটা ভ্রমণক্ষেত্র থেকে আলাদা করেছে। অনেকে বলেন, একবার মেঘালয়ে গেলে নাকি বারবার যেতে ইচ্ছে করে। এখানকার ছোট্ট একটি গ্রাম সোনাংপেডেং (Shnongpdeng)। শিলং থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরের এই গ্রামকে এককথায় স্বর্গ বলা যায়!

রোজকার একঘেয়ে কাজের থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্য পাওয়া ভীষণ জরুরি। কেননা ভ্রমণের মধ্যে দিয়েই মনের বদল হতে পারে। আর হাওয়া বদল হলেই মনে আসে প্রশান্তি। যদি তা হয় নির্জন কোনও গ্রাম তাহলে তো কথাই নেই। কোলাহলমুক্ত পরিবেশে দিব্যি কেটে যাবে দু-দিন।

সোনাংপেডেং গ্রামের ধারেই রয়েছে উমাংগট নদী। এই নদীর জল এতই পরিচ্ছন্ন যে দেখে সকলেই চমকে যান। নদীতে নৌভ্রমণের ব্যবস্থা রয়েছে। যদি সূর্য ঝলমলে দিন হয় তবে নৌভ্রমণের দেখতে পাবেন নৌকোর ছায়া পড়েছে জলের তলায়। যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।

বেড়াতে গেলে শরীর ও মন দুইই ভালো হয়ে ওঠে। তাই অবকাশ পেলে বেরিয়ে পড়া জরুরি। আর প্রকৃতিপাঠের মধ্যে দিয়েই আসে প্রকৃত শিক্ষা। তাহলে আর দেরি কেন? আপনার আগামী গন্তব্য হোক সোনাংপেডেং। আজই ট্রেনের টিকিট কেটে ফেলুন।