একটা দিনের অপেক্ষা। তারপরেই এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ভুটানের চাংলিংথাম স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নেজমেহ এফসির (Nejemah FC) সঙ্গে। এবারের এই ফুটবল টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে বিবেচিত লেবাননের এই ফুটবল ক্লাব। গত দুই ম্যাচে তাঁরা পরাজিত করেছে ভুটানের পারো এফসি এবং বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। দুই ম্যাচে টানা জয় পাওয়ার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নেজমেহ ফুটবল দল।
Also Read | প্রতিপক্ষ নেজমেহ এসসি কোন অঙ্কে চ্যালেঞ্জ লিগে কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল চিন্তায় অস্কার
আগামী শুক্রবার তাঁরা লড়াই করবে ভারতীয় ফুটবল ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। কিন্তু এবার বদলে গেল ম্যাচের সময়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে ম্যাট আয়োজিত হওয়ার কথা থাকলেও বদলে গিয়েছে সেটি। নয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। যেখানে জয় পেতে মরিয়া উভয় পক্ষই। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে।
Also Read | বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এসসি, নতুন অঙ্ক অস্কারের!
তবে গত দুই ম্যাচের মত এখানেও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে লেবাননের এই ফুটবল দলের। অপরদিকে, বসুন্ধরা বধ করার পর নেজমেহ এফসিকে হারিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে চাইবে অস্কার ব্রুজনের ছেলেরা। সেইমতো গত বুধবার থেকেই গোটা দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। লক্ষ্য একটাই জয়ের ধারা বজায় রেখে নক আউটে নিজেদের নিশ্চিত করা। তবে এই ম্যাচে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার কে নাও পেতে পারে মশাল ব্রিগেড।
Also Read | এএফসি লিগে প্রথম গোল, ম্যাচ জিতে কী বললেন নন্দকুমার?
চোট আঘাতের পাশাপাশি কার্ড জাতীয় সমস্যা থাকায় নতুন করে ছক কষতে চাইবেন অস্কার। এক্ষেত্রে গত কয়েকদিনে প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতার উপর বিশেষ নজর দিয়ে খেলোয়াড়দের তৈরি করেছেন তিনি। এবার পরিকল্পনা অনুযায়ী ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য সকলের।