বেলারুশের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম‍্যাচে খেলবে কি ভারত? জানালেন Igor Stimac

বাতিল হচ্ছে না বেলারুশের বিপক্ষে ভারতের ফুটবল দলের ফ্রেন্ডলি ম‍্যাচ।এমনটাই জানিয়েছেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ।এইমুহুর্তে এই ম‍্যাচ খেলার সবুজ সংকেত পেতে ফিফার সাথে প্রতিমুহুর্তে…

Igor stimac

বাতিল হচ্ছে না বেলারুশের বিপক্ষে ভারতের ফুটবল দলের ফ্রেন্ডলি ম‍্যাচ।এমনটাই জানিয়েছেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ।এইমুহুর্তে এই ম‍্যাচ খেলার সবুজ সংকেত পেতে ফিফার সাথে প্রতিমুহুর্তে যোগাযোগ রাখছে ভারতীয় ফুটবল সংস্থা।ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণে বেলারুশ রাশিয়ার পক্ষ নেওয়ায় সমস্যার সূত্রপাত।

ভারতীয় ফুটবল সংস্থার দাবী তারা ২৬ শে মার্চ বেলারুশের বিরুদ্ধে এই ম‍্যাচে খেলতে চান না,কারণ গোটা বিশ্ব সব ধরনের ক্রীড়াক্ষেত্রে রাশিয়া এবং বেলারুশ’কে নির্বাসিত করেছে।

কিন্তু সমস্যা রয়েছে ভিন্ন ক্ষেত্রে, ফিফা রাশিয়া’কে নির্বাসিত করলেও এখনো অবধি তাদের পক্ষ নেওয়া বেলারুশ’কে নির্বাসিত করেনি।সম্প্রতি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বেলারুশের ম‍্যাচের ভবিষ্যত সম্পর্কে ভারত কোচ স্টিমাচের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ” আমরা বাহারিনে যাচ্ছি ম‍্যাচ গুলো খেলতে, আর এই ম‍্যাচ দুটোই আয়োজন করার দায়িত্ব পেয়েছে বাহারিন,এখনও অবধি বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচ বাতিল হয়নি।

আমাদের তরফে এবিষয়ে প্রতিনিয়ত ফিফার সাথে যোগাযোগ রাখা হচ্ছে।…তবে এখনও অবধি পাওয়া শেষ খবর অনুযায়ী বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচে খেলছি আমরা।”

প্রসঙ্গত,চোটের জেরে এই দুই ফ্রেন্ডলি ম‍্যাচে দেশের হয়ে খেলতে নামতে পারছেন না ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।আগামী ২৩ শে মার্চ বাহারিন এবং ২৬ শে মার্চ বেলারুশের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া।জুন মাসে এশিয়া কাপের ফাইনাল রাউন্ডের কোয়ালিফায়ার ম‍্যাচ গুলো খেলা হবে কলকাতায়, এই ম‍্যাচ দুটো তার’ই প্রস্তুতির অঙ্গ।