কোনও ভাবেই বিপদ যেনো পিছু ছাড়ছেনা এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবিরের। বর্তমানে দলের একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে আছে। এই লাগাতার চোট লাগার ব্যাপারটা মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছে সবুজ মেরুন শিবির কে।মনবীর,কাউকো,পোগবার মতো ফুটবলাররা এই মুহূর্তে চোটের কারণে ছিটকে গেছে চলতি মরশুম থেকে সেটা বলাই যায়।
এত গেল চোটের কথা। এর পাশাপাশি ফুটবলারদের অফ ফর্মের ব্যাপারটাও বর্তমান রীতিমতো চিন্তার একটা অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর কাছে।চোট পাওয়ার জেরে শেষ ম্যাচে বেঞ্চ থেকে শুরু করেছিলো এটিকে মোহনবাগানের মাঝমাঠের ফুটবলার হুগো বুমোস।প্রস্তুতি নেওয়া কালীণ ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি, এমনটাই শোনা গেছিলো।তাই অত্যাধিক খেলার ফলে সেই চোট যাতে আরও মারাত্মক আকার নিক,সেটা চাননি সবুজ মেরূন কোচ।তবুও ম্যাচের পরিস্থিতি, শেষে এমন আকার নেয়,যে শেষের দিকে বুমোস কে খেলানোর ঝুঁকি নেন সবুজ মেরুন কোচ।
শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান।সেই ম্যাচেও বুমোসের খেলাকে কেন্দ্র করে এইমুহুর্তে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।এই মুহূর্তে যা খবর, সেই অনুযায়ী তার ফিটনেস রিপোর্ট হাতে না আসা অবধি বুমোস কে খেলানোর ব্যাপারে কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারছেন না এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।যদি ডাক্তারের রিপোর্ট ঠিক আসে,তাহলেই তাকে খেলাতে পারেন জুয়ান ফেরান্দো।
তবে হুগো বুমোস পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেলেও যে তাকে নব্বই মিনিট খেলাবেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো, সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না এখনই।