Robinson Singh: একুশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকারের জন্য আগ্রহী একাধিক ক্লাব!

নতুন মরসুম শুরু হওয়ার অপেক্ষা। তার আগে চলছে দল বদলের জল্পনা। একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন এ বছর শেষ হওয়া আই লিগে। তার মধ্যে অন্যতম…

Robinson Singh

নতুন মরসুম শুরু হওয়ার অপেক্ষা। তার আগে চলছে দল বদলের জল্পনা। একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন এ বছর শেষ হওয়া আই লিগে। তার মধ্যে অন্যতম রবিনসন সিং (Robinson Singh)।

   

রবিনসন সিং আই লিগে নজর কেড়েছেন। মণিপুরের এই স্ট্রাইকার আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। উদীয়মান এই ফুটবলারের জন্য ভারতের একাধিক ক্লাব আগ্রহী বলে মনে করা হচ্ছে।

East Bengal: মোটা টাকার বিনিময়ে আপুইয়াকে নিলেও কি লাভ হবে ইস্টবেঙ্গলের ?

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে এখন প্রচুর গুঞ্জন। কোন ফুটবলার কোন দলে যোগ দিতে পারেন সে ব্যাপারে ফুটবল ভক্তদের মধ্যে আলোচনা জারি রয়েছে। তারকা ফুটবলারদের নিয়ে আলোচনা বেশি হলেও, জল্পনা থেকে বাদ যাচ্ছেন না ভারতীয় উঠতি ফুটবলাররাও। রবিনসন সিং-কে দলে নেওয়ার ব্যাপারে দেশের একাধিক নামকরা ক্লাব উৎসুক বলে মনে করা হচ্ছে।

Apuia: আপুইয়াকে দলে টানতে আসরে মোহন-ইস্ট, ব্যর্থ হবে লাল-হলুদ ?

দল হিসেবে এই লিগের ২০২৩-২৪ মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি ট্রাউ এফসি। লিগ ক্রম তালিকার অন্তিম স্থানে মরসুম শেষ করেছে ক্লাব। তার মধ্যেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন রবিনসন সিং। একাধিক গোলের পিছনে রেখেছেন অবদান। আই লিগের অন্তিম মরসুমে চারটি গোল করেছেন, করিয়েছেন তিনটি। সব মিলিয়ে সাতটি গোলের ক্ষেত্রে সরাসরি অবদান রেখেছেন একুশ বছর বয়সী রবিনসন সিং.

উদীয়মান এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে মহামেডান স্পোর্টিং ক্লাব আগ্রহী বলে শোনা যাচ্ছে। এছাড়াও জল্পনা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও জামশেদপুর এফসি।