Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরাট ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), লোকসভা ভোটের প্রচারে সকলের মুখেই ঘুরে ফিরে…

Artist Boycott Political Tension

‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), লোকসভা ভোটের প্রচারে সকলের মুখেই ঘুরে ফিরে আসছে এই প্রকল্পের কথা। জনসভায় গিয়ে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরছেন মমতা-অভিষেক। এপ্রিলের শুরুতে কোচবিহারের এক বিজেপি নেত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সেই মন্তব্য তুমুল জল্পনার শুরু হয়। যদিও মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না।

লোকসভা ভোটের প্রচারের জেলায় জেলায় গিয়ে মমতা-অভিষেক বলছেন, কোচবিহারের বিজেপি নেত্রী যাই বলুন না কেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কোনওদিন বন্ধ হবে না। এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডির সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না।

   

জেলায় (পুরুলিয়া) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের উদ্দেশ্যে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপানারা সবাই লক্ষ্মীর ভান্ডারের পাচ্ছেন। ৫০০ টাকা ছিল আগে, সেটা বাড়িয়ে ১০০০ করা হয়েছে। তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১২০০ টাকা পাচ্ছেন। পুরুলিয়ার ৬ লক্ষ ৬৩ হাজার ১৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার কোটি টাকা খরচ করছেন বলে দাবি করেন তিনি।

C V Anand Bose: এবার ধর্ষণের অভিযোগ বাংলার ‘লাটসাহেব’ আনন্দ বোসের বিরুদ্ধে! থানায় অভিযোগ দায়ের

পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো ভোট চাইতে এলে তাঁকে লক্ষ্মীর ভান্ডার এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন করবেন। পুরুলিয়ার মা, বোন, দিদি, ভাইয়ের ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে জানিয়েছেন। ওরা বলেছেন, ২০১৯ সালে বিজেপিকে ভোট দিয়ে বড় ভুল করে ফেলেছেন। জ্যোতির্ময় সিংহ মাহাতোকে জিজ্ঞাসা করুন উনি কত টাকা খরচ করেছেন?

প্রসঙ্গত, রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। বাড়ির মহিলাদের হাতখরচের টাকা জোগানের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয়। প্রতি মাসে ১০০০ টাকা করে পান জেলারেল ক্যাটাগরির মহিলারা। আর তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা করে পান।

Mamata Banerjee: নিজে হাতে রান্না করে খাওয়াবেন, মোদীকে নেমন্তন্ন মমতার

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রকল্পের কথা ঘোষণা করে তৃণমূল। ভোটে জেতার কয়েক মাসের মধ্যে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ১৬ অগস্ট থেকে চালু হয়েছিল এই প্রকল্প। ২৫ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হন। যথাযথ ভাবে আবেদন করলে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পে মাসিক ভাতা পেতে পারেন।

Anup Maji: ১৫০০০ কোটির কয়লা পাচারের ‘কিংপিন’, কে এই অনুপ মাজি ওরফে লালা?

৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তবে তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত, তাঁরা সকলেই বার্ধক্য ভাতার আওতায় পড়বেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যারা টাকা পাচ্ছেন, তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে বার্ধক্য ভাতার অধীনে মাসে ১০০০ টাকা করে পাবেন। যতদিন বাঁচবেন এই টাকা তাঁরা পেতে থাকবেন।