Kolkata Derby: ডার্বিতে মোহনবাগানের খেলা কিছু আহামরি লাগেনি মনোরঞ্জন ভট্টাচার্যের

ATK Mohun Bagan

ডুরান্ডের আসরে ১-০ গোলে ডার্বি জেতার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে জয়ের সরনী’তে ফিরেছে এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সুমিত পাসির করা আত্মঘাতী গোলে ম‍্যাচে জয়লাভ পেয়েছে সবুজ মেরুন।ডার্বি জিতলেও মোহনবাগানের খেলায় তেমন আহামরি কিছু দেখলেন না প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য।এমন চলতে থাকলে ভবিষ্যতে সমস্যায় পরবে দল।এমনটাই মনে করেন তিনি।

Advertisements

বর্তমান সবুজ মেরুন শিবিরে কোনও পজিটিভ স্ট্রাইকার নেই। এক্ষেত্রে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের মতো ফুটবলার’কে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মনোরঞ্জন।তার মতে এবার ফেরান্দোর দলে ১০ নম্বর ফুটবলারের ছয়লাপ,কিন্তু নেই কোনও নাম্বার নাইন,অথচ গোল করতে হলে নম্বর নয়ের প্রয়োজন।তাই সবুজ মেরুনের হয়ে গোলটা কে করবে, তা নিয়ে বিশেষ ভাবে চিন্তিত তিনি।এক্ষেত্রে মনোরঞ্জনের হুশিয়ারি প্রতিদিন কিন্তু আত্মঘাতী গোল আসবেনা।

মুম্বই সিটি’কে আইএসএল চ‍্যাম্পিয়ান করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হুগো বুমোস, এবার সবুজ মেরুনের জার্সি গায়ে খেলতে নামা বুমোস,সেই বুমোসের ছায়া মাত্র।নিজের চেনা ছন্দের ধারে কাছে নেই এই ফুটবলার।তার খেলা দেখে ভীষণ হতাশ মনোরঞ্জন।

Advertisements

পাশাপাশি এদিন সবুজ মেরুন কোচ ফেরান্দোর স্ট্রাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন মনোরঞ্জন। লিস্টন’কে নিয়ে কোচের কি পরিকল্পনা, সেটা তার কাছে স্পষ্ট হচ্ছে না এখনও।তার মতে ফরোয়ার্ড লাইনের খানিকটা পিছন থেকে খেলতে সহজাত বোধ করেন কোলাসো, কিন্তু এবার কোচ তাকে স্ট্রাইকার করে দেওয়ায় নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারছেন না সংশ্লিষ্ট ফুটবলার।এখন সামনে দীর্ঘ মরশুম,এই সব সমস্যা মিটিয়ে ফেলবেন মোহন কোচ, বর্তমানে সেই আশা রাখছেন মনোরঞ্জন।