Debabrata Sarker: কোচ কনস্টানটাইনে ভরসা রাখছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত

ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কোচ স্টিফেন কনস্টানটাইনে ভরসা রাখছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarker)। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের দল দাঁড়িয়ে যাবে…

East Bengal- Debabrata Sarkar

ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কোচ স্টিফেন কনস্টানটাইনে ভরসা রাখছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarker)। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের দল দাঁড়িয়ে যাবে বলেই বিশ্বাস করছি। ম্যাচ প্র্যাকটিসের দরকার। তবে ১০-১২ দিন অনুশীলন করে আমরা ডার্বিতে নেমেছি। কোন অজুহাত দিচ্ছি না, কিন্তু ফুটবল তো বিজ্ঞানসম্মত খেলা, এইভাবে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ না খেলে এই টুর্নামেন্টে খেলা যায় না ।’

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একইসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের ডুরান্ড খেলা উচিত হয়নি। রাজ্য সরকার ও ডুরান্ড কমিটির অনুরোধের জন্যই আমরা ডুরান্ড খেলছি। ওরা অনেক সুযোগ পেয়েছে, আমরাও সুযোগ পেয়েছি, খারাপ খেলিনি । দল যথেষ্ট লড়াই করেছে।’ তবে দল আত্মঘাতী গোলে হারায় কিছুটা মন খারাপ দেবব্রতর। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ দল আত্মঘাতী বলে হারল বলে খারাপ লাগছে । তবে দলের লড়াই আমাদের ভালো লেগেছে।’

স্টিফেন প্রথম প্রসঙ্গে তিনি বলেন, ‘ বড় কোচ। আমরা কোচের উপর ভরসা রাখছি। আশা করছি তিনি দলটা তৈরি করে দেবেন।’