Manoj Tiwary: ক্রিকেটকে বিদায় কলকাতার আইপিএল জয়ী ব্যাটসম্যানের

বৃহস্পতিবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

Manoj Tiwary: ক্রিকেটকে বিদায় কলকাতার আইপিএল জয়ী ব্যাটসম্যানের

বৃহস্পতিবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে ১২টি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন মনোজ। সক্রিয় ক্রিকেটার থাকাকালীনও রাজনীতিতে নেমেছিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মন্ত্রিসভায় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরে ২০২২-২৩ এর ঘরোয়া মরসুমে, ৩৭ বছর বয়সী মনোজ বাংলার হয়ে ক্রিকেটের ময়দানে ফিরে আসেন। অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নিয়ে যান রঞ্জি ফাইনালেও। ইডেন গার্ডেনে সেই ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে যায় তাঁর বাংলা।

ইন্সটাগ্রামে বারতার জার্সি পরা একটি পোস্ট করে মনোজ লেখেন, “বিদায় ক্রিকেট। এই ক্রিকেট আমায় সবকিছু দিয়েছে। সব দিয়েছে যা আমি কল্পনাতেও ভাবিনি। ঋর জন্য ভগবানের কাছে চির কৃতজ্ঞ থাকবো আমি।”

ডানহাতি ব্যাটসম্যান ২০১১ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ১২টি ওয়ানডেতে ২৮৭ রান করেছিলেন এই ডান- হাতি মনোজ। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সেঞ্চুরিও। ১৯ বছরের প্রথম- শ্রেণীর কেরিয়ারে মাত্র ৯২ রানের জন্য ছুঁতে পারলেন না ১০০০০ রানের নজির। ২৯টি সেঞ্চুরি সহ ৪৮.৫৬ গড়ে ৯৯০৮ রয়েছে তাঁর। ২০০৪ সালে ইডেন গার্ডেনে দিল্লির বিরুদ্ধে দীপ দাশগুপ্তের অধীনে তাঁর অভিষেক হয়। তিনি ১৬৯টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪২.২৮ গড়ে ৫৫৮১ রান করেছেন তিনি।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by MANOJ TIWARY (@mannirocks14)

তিওয়ারি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সামগ্রিকভাবে, তিনি ১৮৩ টি-টোয়েন্টি খেলেছেন, ১১৬.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪৩৬।