Manchester United: ৫ ম্যাচে ১২ গোল করেও বিদায়ের মুখে লাল দৈত্য

ফুটবল বড়ই নিষ্ঠুর, ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) সমর্থকদের এখন হয়তো এটাই মনে হচ্ছে। পাঁচ ম্যাচে বারো গোল করেছে দল। তারপরেও গ্রুপের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্যলতাসারের…

Manchester United'

ফুটবল বড়ই নিষ্ঠুর, ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) সমর্থকদের এখন হয়তো এটাই মনে হচ্ছে। পাঁচ ম্যাচে বারো গোল করেছে দল। তারপরেও গ্রুপের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্যলতাসারের বিরুদ্ধে ম্যাচের পর আন্দ্রে ওনানাকে দল থেকে বহিষ্কার করার দাবি আরও জোরালো হয়েছে।

শেষ ষোলোয় যাওয়ার জন্য গ্যলতাসারের বিরুদ্ধে জয় দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তানবুলে ম্যাচের শুরু থেকে পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। এক সময় ৩-১ গোলে এগিয়ে ছিল দল। সেখান থেকে ম্যাচের ফল ৩-৩।

গ্যলতাসারের বিরুদ্ধে জোড়া গোলের লিড নেওয়ার পরেও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। নিশ্চিতভাবে আন্দ্রে ওনানার ভুল চোখে পড়েছে বারংবার। যদিও ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ ওনানাকে কাঠগড়ায় তুলতে নারাজ। এই ম্যাচে পয়েন্ট খোয়ানোর ফলে গ্রুপ এ-এর সবার শেষে রইল ম্যানচেস্টার ইউনাইটেড।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড:
• গ্যলতাসারের বিরুদ্ধে ৩-৩, ড্র
• কোপেনহেগেনের বিরুদ্ধে ৩-৪, পরাজয়
• কোপেনহেগেনের বিরুদ্ধে ১-০, জয়
• গ্যলতাসারের বিরুদ্ধে ২-৩, পরাজয়
• বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-৪, পরাজয়