ম্যানচেস্টারের নায়ক লাঞ্ছিত দুই ফুটবলার

হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে যতটা ট্রোলিং করা হয়েছে, এতটা অন্য কোনো ফুটবলারকে নিয়ে বোধহয় কখনও করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে যা পেরেছেন তাকে নিয়ে বলেছেন। ম্যানচেস্টার…

Manchester Hero Faces Controversy

হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে যতটা ট্রোলিং করা হয়েছে, এতটা অন্য কোনো ফুটবলারকে নিয়ে বোধহয় কখনও করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে যা পেরেছেন তাকে নিয়ে বলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অবিলম্বে বহিষ্কার করার কথা বারংবার বলেছেন ক্লাবের সমর্থকরা। হ্যারি শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই রয়ে গিয়েছেন। আজ তার করা একমাত্র গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপেনহেগেনের বিরুদ্ধে জয়ের আরও এক নায়ক আন্দ্রে ওনানা।

সামাজিক মাধ্যমে ট্রোলিং যে কী ভয়ঙ্কর হতে পারে সেটা হ্যারি ম্যাগুয়ের, আন্দ্রে ওনানা মজ্জায় মজ্জায় টের পেয়েছেন। হ্যারি একটু বেশি টের পেয়েছেন। এবারের মরসুমে দীর্ঘদেহী ইংরেজ ডিফেন্ডারকে ক্লাব আর রাখবে কি না সে ব্যাপারে জোর চর্চা চলেছিল। শেষ পর্যন্ত ম্যাগুয়েরকে আর দল বদল করতে হয়নি। কেরিয়ারের অন্যতম অন্ধকার পর্ব কাটিয়ে এবার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

কোচ এরিক টেন হ্যাগ ম্যাগুয়েরের কাঁধ থেকে সরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্বের দায়িত্ব। প্রথম একাদশে হয়ে পড়েছিলেন অনিমিয়ত। তার মধ্যেও এবারের মরসুমে যে ক’বার সুযোগ পেয়েছেন দলকে নির্ভরতা যুগিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের পর ইউরোপা কাপেও ভালো পার্ফরম্যান্স হ্যারির। দলের হয়ে করেছেন জয়সূচক গোল।

হ্যারি গোল করেছেন, ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি বাঁচিয়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেছেন আন্দ্রে ওনানা। দাভিদ দি গিয়ার জায়গায় অনেক প্রত্যাশা নিয়ে এবার তাকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত নরসুমে ইন্টার মিলানের বহু ম্যাচের নায়ক ওনানা নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকে একের পর এক ভুল করেছেন তেকাঠির নিচে। যার ফলে তাকে পড়তে হয়েছে ফুটবল অনুরাগীদের রোষানলের মুখে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে পেনাল্টি সেভ করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি।