আম্বানির পুত্রবধূ শ্লোকার লেখা পড়ার খরচ কত?

মুকেশ ও নীতা আম্বানির বড়ো ছেলে আকাশ আম্বানি। যিনি আজ থেকে পাঁচ বছর আগে বিয়ে করেন শ্লোকা মেহেতা। আম্বানি পরিবারের এই পুত্রবধূ বিশ্বমানের শিক্ষা অর্জন…

মুকেশ ও নীতা আম্বানির বড়ো ছেলে আকাশ আম্বানি। যিনি আজ থেকে পাঁচ বছর আগে বিয়ে করেন শ্লোকা মেহেতা। আম্বানি পরিবারের এই পুত্রবধূ বিশ্বমানের শিক্ষা অর্জন করেছেন। এই পড়াশোনার জন্যই কোটি কোটি টাকা খরচ করেছেন তিনি। মূলত লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সাইন্স থেকে আইএনএস স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তার আগে আকাশের সাথে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশেনাল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। স্কুলজীবন থেকেই আকাশের সঙ্গে তার বন্ধুত্ব।

জানা যায়, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশেনাল স্কুলে তার বার্ষিক ফি ছিল ৭০ হাজার টাকা। ২০০৯ সালে স্কুলপর্বের ইতি টেনে শ্লোকা পাড়ি দেন আমেরিকায়। সেখানে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। রিপোর্ট অনুযায়ী, সেখানে শ্লোকার বার্ষিক ফি-র পরিমাণ ছিল ৬৫ লক্ষ টাকা। আমেরিকা থেকে স্নাতক শেষ হওয়ার পর শ্লোকা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সাইন্স থেকে আইএনএস স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সাইন্সে বার্ষিক ফি-র পরিমাপ হল প্রায় ২১ লক্ষ টাকা।

শ্লোকার বাবা রাসেল মেহেতা দেশের একজন বিখ্যাত হীরা ব্যবসায়ী। তিনি “রোসি ব্লু” ডায়মন্ডের মালিক ও সিইও। বাবার সুবাদেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে পারিবারিক ব্যবসাতেই যোগ দেন। বর্তমান বাবার কোম্পানিতে তিনি ডাইরেক্টর পদে রয়েছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে আকাশ পত্নীর। বিজনেস কোম্পানি শুরু করার পর থেকে শ্লোকা সমাজ সেবায় সক্রিয় রয়েছেন। কনেক্ট ফর নামে কোম্পানি লঞ্চ করেছিলেন শ্লোকা। এই কোম্পানির মাধ্যমে সারা দেশে এনজিও-দের সহায়তা করেন। এনজিও-দের মাধ্যমে ‌আর্থিক ভাবে পিছিয়ে পড়েছেন এমন মানুষদের শিক্ষা, খাদ্য ও বাসস্থান ‌উপলুব্ধ করা হয়।

প্রসঙ্গত, আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতা ২০১৯ সালের ৯ মার্চ মুম্বাইতে বিয়ে করেন। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল অত্যন্ত জমকালো। বিয়ের অনুষ্ঠানে রাজনীতি, গ্ল্যামার দুনিয়া, ব্যবসায়িক জগতের প্রচুর লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। শাহরুখ-গৌরি থেকে শুরু করে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি প্লেয়ার ও তার স্ত্রী চেরির মতো অনেক নামি তারকা এই দম্পতিকে আর্শীবাদ করার জন্য বিবাহ বাসরে উপস্থিত হয়েছিলেন। এদিকে ২০১৯ সালে তাদের বিয়ে হলেও তারা একে অপরকে চিনতেন বহুদিন ধরে। বিয়ের আগে তারা অনেকবার ডেট করেছেন বলে জানা যায় ও গোয়ায় আকাশ শ্লোকাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর চার হাত এক হয়। ২০২১ সালে ৪ ই ডিসেম্বর প্রথম ছেলে পৃতি ও চলতি বছর একটি কন্যা সন্তান বেদা-র জন্ম দেন শ্লোকা।