SAFF Championship: সেমিফাইনালের আগে বড় ধাক্কা, দলের বাইরে একাধিক ফুটবলার

আজ সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনাল খেলবে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ সেই লেবানন।

Indian Football Team

আজ সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনাল খেলবে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ সেই লেবানন। গত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে যাদের হারিয়ে ট্রফি জিতেছিল ব্লু টাইগার্স। যারফলে সেই ছন্দ বজায় রাখাই একমাত্র লক্ষ্য থাকবে সুনীল ব্রিগেডের। তবে আগের থেকে অনেকটাই বদলেছে দলের পরিস্থিতি।

ভারতীয় ফুটবল দলের ডাগ আউটে স্টিমাচের অনুপস্থিতির পাশাপাশি বদল আসতে চলেছে দলের স্কোয়াডে। যারফলে, এই ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তা কিন্তু বলাই চলে। আসলে মূল দলের একাধিক ফুটবলার বাইরে থাকায় আজ বেশকিছু ব্যাকআপ প্ল্যান তৈরি করেই মাঠে নামতে হবে ভারতীয় দলকে। তবে সেখানে ও রয়েছে সমস্যা।

আসলে গত কুয়েত ম্যাচে লাল কার্ড দেখার দরুন আজ মাঠে নামতে পারবেন না ভারতীয় স্কোয়াডের ব্যাকআপ স্ট্রাইকার রহিম আলি। অন্যদিকে কার্ড সমস্যায় পড়তে হয়েছে ভারতের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান কে। এরফলে দলের আক্রমণভাগ সামলানোর পাশাপাশি রক্ষনভাগের ক্ষেত্রে ও খেলোয়াড় সাজাতে গিয়ে নাজেহাল পরিস্থিতি দেখা দিচ্ছে সুনীলদের।

তাছাড়া ইগর স্টিমাচের অনুপস্থিতি যে এরকম হাইভোল্টেজ ম্যাচে প্রভাব ফেলতে পারে তা বলাই চলে। এক্ষেত্রে দলের অন্তবর্তীকালীন হেড কোচ মহেশ গাওলি কে নামতে হচ্ছে সমস্ত দিক বিচার বিবেচনা করে। কারন ভালোমতো পরিকল্পনা করে না নামলে এই শক্তিশালী লেবানন কে আটকানো কঠিন তা সকলেরই জানা।

কিন্তু প্রশ্ন হল সন্দেশের বদলে কে সামলাবেন দলের ডিফেন্স? এক্ষেত্রে সবথেকে বেশি উঠে আসছে প্রীতম কোটাল আর মেহতাব সিংয়ের নাম। তাই সব ঠিকঠাক থাকলে এই দুই ফুটবলারের মধ্যে একজন থাকতে পারেন আনোয়ার আলির সঙ্গে। পাশাপাশি দলের উইং সামলাতে রাখা হতে পারে নাওরেম মহেশ সিং কে। তবে সন্দেশের অভাব বুঝতে না দেওয়ার জন্য বিশেষ দায়িত্ব নিতে হবে ভারতীয় ডিফেন্ডারদের। সেইসাথে দলে আনা হতে পারে সামাদ কে। তবে গোলের জন্য আজ বাড়তি চাপ থাকবে অধিনায়ক সুনীল ছেত্রীর উপর।