কিয়ান নাসিরিকে নিয়ে বড় আপডেট

ইন্ডিয়ান সুপার লীগে সাময়িক বিরতি। এবারের মরসুম আরও একটি দীর্ঘ। বিশেষত মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) ক্ষেত্রে। Durand Cup, কলকাতা ফুটবল লীগ, ইন্ডিয়ান…

kiyan nassiri

ইন্ডিয়ান সুপার লীগে সাময়িক বিরতি। এবারের মরসুম আরও একটি দীর্ঘ। বিশেষত মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) ক্ষেত্রে। Durand Cup, কলকাতা ফুটবল লীগ, ইন্ডিয়ান সুপার লীগ সর্বপরি AFC কাপ – চার প্রতিযোগিতায় অংশ নিয়েছে দল। সাময়িক বিরতিতে ফুটবলাররাও নিজেদের জন্য কিছুটা সময় পাচ্ছেন।

সাময়িক বিরতিতে ফুটবলারদের অনেকে ছুটি কাটাতে গিয়েছেন। জেসন কামিন্স ছুটি কাটাতে গিয়েছেন আরবে। বান্ধবীর সঙ্গে গিয়েছেন তিনি। বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছেন বাগানের তরুণ ফুটবলার কিয়ান নাসিরি। ঘুরতে গিয়ে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

শিলংয়ে ঘুরতে গিয়েছেন কিয়ান নাসিরি। তার ইনস্টাগ্রাম পোস্ট লোকেশনে দেওয়া রয়েছে চেরাপুঞ্জির নাম। মনোরম আবহাওয়ায় নিজের একাধিক ছবি পোস্ট করেছেন। বান্ধবীর সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন তিনি। পিছনে নদী, সবুজ পাহাড়, একটি পাথরের ওপর বসে ছবি তুলেছেন তরুণ তরুণী। একাধিক ছবির সঙ্গে রয়েছেন মজার একটি ক্যাপশন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kiyan Nassiri (@kiyannassiri)

বয়সে তরুণ বলেও কিয়ানের কাঁধে রয়েছে অনেক দায়িত্ব। এবারের কলকাতা ফুটবল লীগ স্কোয়াডের একাধিক ফুটবলার যখন জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন তখন কিয়ানের ওপর ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ ফুটবল লীগে খেলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্দ কিয়ানকে স্পষ্ট জানিয়েছিলেন, উঠতি এই ফুটবলারকে ঘিরে রয়েছে তার বড় ধরণের পরিকল্পনা।