Kiyan Nassiri Giri: কিয়ানকে নিয়ে বড় আপডেট

কলকাতা ফুটবল লীগ দুরন্ত ভাবে শুরু করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পরপর দুই ম্যাচে মতো আটটি গোল করেছে দল।

kiyan nassiri

কলকাতা ফুটবল লীগ দুরন্ত ভাবে শুরু করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পরপর দুই ম্যাচে মতো আটটি গোল করেছে দল। আজ, রবিবার নিজেদের ক্লাবের মাঠে খেলতে নামবে মোহনবাগান। প্রায় তিন বছর পর নিজেদের ক্লাবের মাঠে ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। উল্টো দিকে থাকবে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। রবিবার এই ম্যাচ শুরু করার আগে এসেছে একটি আপডেট।

দলের অনুশীলনে যোগ দিয়েছেন কিয়ান নাসিরি গিরি। কলকাতা ফুটবল লীগ এবার বিদেশি ফুটবলার বিহীন। প্রত্যেক ক্লাব স্কোয়াড ভারতীয় প্রতিভায় পরিপূর্ণ। মোহনবাগান স্কোয়াডে বিদেশি ফুটবলার না থাকলেও এবারের কলকাতা ফুটবল লীগ জয়ের ব্যাপারে তারাই অন্যতম ফেভারিট। আর যেভাবে মোহনবাগান লীগ অভিযান শুরু করেছে তাতে প্রত্যাশা আরও বেড়েছে। বিগত একাধিক মরসুমে বিভিন্ন কারণে কলকাতা ফুটবল লীগে দল নামায়নি মোহনবাগান । এবার নামিয়েছে।

আপাতত যুব দলকে মাঠে নামিয়েছে ক্লাব। তাতেই হচ্ছে বাজিমাত। মোহন বাগান সুপার জায়ান্টের স্কোয়াডের অনেকে খেলেছেন ইন্ডিয়ান সুপার লীগ। ভারতের সর্বোচ্চ স্তরের ফুটবল টুর্নামেন্টে তরুণ ফুটবলারদের প্রতি আগেই আস্থা দেখিয়েছেন হেড কোচ হুয়ান ফেরান্দো। এর ফলে ঘরোয়া লীগে বাগান যে কিছুটা হলেও এগিয়ে থাকবে সেটা বলাই বাহুল্য। জানা গিয়েছে কিয়ান সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন।

জামশেদ নাসিরির ছেলে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। বড় ম্যাচে হ্যাটট্রিক করে কেরিয়ারে পেয়েছেন লাইম লাইট। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপর আস্থা রেখেছেন কোচ। কিয়ান স্কোয়াডের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাস্তব রায়দের স্কোয়াড যে আরও ধারালো হল সেটা বলাই বাহুল্য।