HomeSports Newsলিগ টেবিলে বড়সড় বদল, দুই প্রধানকে টেক্কা দিয়ে উপরে উঠে এল মহামেডান

লিগ টেবিলে বড়সড় বদল, দুই প্রধানকে টেক্কা দিয়ে উপরে উঠে এল মহামেডান

- Advertisement -

চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) নতুন মরসুম। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল গত আইএসএলের ফাইনাল খেলা দুই দল। জমজমাট সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে। তারপর থেকে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে বেশকিছু ম্যাচ। বলতে গেলে প্রায় দুই থেকে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি ক্লাব। সেই অনুযায়ী বেশকিছু বদল এসেছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে।

   

এবারও আইএসএলের শুরু থেকেই মোহনবাগান এবং মুম্বাই সিটির উপর বাড়তি প্রত্যাশা থাকলেও তা কার্যকরী হয়নি। উভয় দলের পারফরম্যান্স ব্যাপক আশাহত করেছে সমর্থকদের। বর্তমান তালিকা অনুযায়ী তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে রয়েছে মোহনবাগান। অন্যদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে গতবারের আইএসএল জয়ীরা। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করার পরেই দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে ধরাশায়ী হতে হয়েছে পেট্রো ক্র্যাটকির ছেলেদের। যা চমকে দিয়েছে মুম্বাই সমর্থকদের।

অপরদিকে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করার পর দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাঁরা পরাজিত করেছিল পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডকে। কিন্তু শনিবার সন্ধ্যায় ফের ধাক্কা খেতে হয় মেরিনার্সদের। এদিন বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয় জেসন কামিন্সদের। দলের এই ফলাফল নিয়ে যথেষ্ট হতাশ সকলেই। তবে কান্তিরাভায় বাগান বধ করে লিগের শীর্ষস্থানে উঠে আসলো বেঙ্গালুরু এফসি। অপরদিকে ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব রয়েছে নিজেদের আপন ছন্দে।

টানা তিনটি ম্যাচে নাস্তানাবুদ হওয়ার ফলে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। গত কয়েক বছর ধরেই আইএসএলের তলানিতে থেকে মরসুম শেষ করেছিল মশাল ব্রিগেড। হয়তো এবার ও দেখা যেতে পারে সেই একই ছবি। তবে প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া লাল-হলুদ ফুটবলাররা। তবে এবার সকলকে চমকে দিয়েছে আইএসএলের নয়া দল তথা কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

গত মরসুমে আইলিগ জয় করার সুবাদে আইএসএল খেলতে এসেছে সাদা-কালো ব্রিগেড। প্রথম থেকেই নিজেদের জাত চিনিয়ে আসছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। বর্তমানে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস নিচ্ছে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। হিসাব মতো তাঁদের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যের ভিত্তিতে কিছুটা এগিয়ে অ্যালেক্সিস গোমেজরা। এক কথায় যা বিরাট চমক। নিজেদের এই অনবদ্য পারফরম্যান্স ধরে রাখাই এখন অন্যতম লক্ষ্য মহামেডানের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular