আগামী বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স দল। সেইমতো জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন ফুটবলাররা। কিন্তু এসবের মাঝেই জোর ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেড।
এবার চোটের কবলে পড়েছেন দলের তরুণ গোলরক্ষক ধীরজ সিং। হ্যাঁ ঠিকই শুনেছেন। যারফলে এই ডুরান্ড কাপে বিশাল কাইথের সঙ্গে দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকছেন রাজা বর্মণ। উল্লেখ্য, গত ম্যাচেই দলের তিন কাঠি সামাল দিতে তাঁকে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ দিয়ে সকলের মন জয় করেছিলেন তিনি।
মনে করা হচ্ছিল আসন্ন এয়ারফোর্স ম্যাচে হয়তো তাঁকে রেখেই একাদশ সাজাবে মোহনবাগান। কিন্তু চোট সমস্যার দরুন ধীরজের ডুরান্ড কাপ খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে সেখানেই শেষ নয়। বিশেষ সূত্র মারফত খবর, মঙ্গলবার অনুশীলন চলাকালীন সামান্য চোট পান বাগান ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। যদিও সেটি খুব একটা গুরুতর নয়।