East Bengal: বড় খবর, লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন হিজাজি মাহের

কয়েকদিন আগেই পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ যা নিয়ে কিছুটা হলেও হতাশা‌ রয়েছে সমর্থকদের মধ্যে। তবে…

Hijazi Maher Shares Views on Jordan's Performance in the Asian Cup

কয়েকদিন আগেই পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ যা নিয়ে কিছুটা হলেও হতাশা‌ রয়েছে সমর্থকদের মধ্যে। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। পূর্বেই তারা নিশ্চিত করেছে ফরাসি ফুটবলার মাদিহ তালালকে।

এই সিজনে পাঞ্জাব এফসির হয়ে খেললেও আগামী দুইটি সিজনের জন্য ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামবেন তিনি। যা এক প্রকার চূড়ান্ত বলাই চলে‌। তবে শুধু নতুন খেলোয়ার নয়, নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর কথা শোনা গিয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে। হিজাজি মাহের থেকে শুরু করে ক্লেটন সিলভা, আলেকজান্ডার প্যান্টিচ সহ সৌভিক চক্রবর্তীর নাম উঠে আসছিল গত কয়েকদিন ধরে।

যাদের মধ্যে অধিনায়ক ক্লেটন সিলভার পাশাপাশি স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোর সঙ্গে কথাবার্তা অনেক আগে থেকেই শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেড। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তবে এসবের মাঝেই উঠে এলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী দুইটি মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন হিজাজি মাহের।  হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যা নিঃসন্দেহে বড়সড় চমক লাল-হলুদ সমর্থকদের কাছে। উল্লেখ্য, এই ফুটবল মরশুমে অজি ডিফেন্ডার জর্ডান এলসের চোট পাওয়ায় পর নয়া বিদেশি ডিফেন্ডারের খোঁজ করছিল ইস্টবেঙ্গল।

সেই সময় জর্ডান থেকে এই দাপুটে ফুটবলারকে উড়িয়ে আনেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। সময়ের সাথে সাথে দলের সঙ্গে যথেষ্ট খাপ খাইয়ে নিয়েছেন নিজেকে। দলের দুর্গ রক্ষার পাশাপাশি বল পায়ে গোলও করেছেন বেশ কয়েকটি। তবে নতুন মরশুমের জন্য এই ফুটবলারের দিকে নজর ছিল আইএসএলের বেশ কিছু ফুটবল ক্লাবের। পাশাপাশি বিদেশি কয়েকটি ক্লাবের তরফ থেকেও নাকি প্রস্তাব পাঠানো হয়েছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থেকে যেতে রাজি হয়েছেন এই দাপুটে ডিফেন্ডার। যদিও এখনো পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি ক্লাবের তরফ থেকে।