Shaher Shaheen: কলকাতায় এলেন মহামেডানের বিদেশি ফুটবলার শাহীন

বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে উপস্থিত হলেন মহামেডানের (Mahamedan SC) সৌদি আরবিয়ান ডিফেন্ডার শাহির শাহীন (Shaher Shaheen)। সম্প্রতি তাকে আরো একবছরের জন্যে তাকে রেখে দেওয়ার খবর…

Shaher Shaheen

বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে উপস্থিত হলেন মহামেডানের (Mahamedan SC) সৌদি আরবিয়ান ডিফেন্ডার শাহির শাহীন (Shaher Shaheen)। সম্প্রতি তাকে আরো একবছরের জন্যে তাকে রেখে দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল সাদা কালো ক্লাবের তরফে।

গত মরশুমে বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ১৫ টা ম‍্যাচ খেলেছিলেন শাহীন।তাতে তার পারফরম্যান্স অভিভূত করেছিল সাদা কালো কর্মকর্তা’দের।তারপর’ই তাকে ক্লাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব ।এদিন কলকাতা বিমানবন্দরে দলের এই বিদেশি ফুটবলার’কে নিতে হাজির ছিলো ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস সহ আরো বেশ কিছু কর্মকর্তা।

সিরিয়ার বিখ‍্যাত ক্লাব আল ক্রামাহ’তে কেরিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার।২০১৩ সালে যোগদান করেন।জর্ডান লিগের ক্লাব আল -আসলাহ’তে।এরপর মধ‍্যে প্রাচ‍্যের একাধিক নামজাদা ক্লাবে খেলে তিনি ২০২১সালে যোগদান করেন মহামেডানে‌।ক্লাবের হয়ে ডুরান্ডের প্রতিটি ম‍্যাচে খেলেছিলেন।দীর্ঘ ৪০ বছর পর মহামেডানের কলকাতা লিগ জেতার পিছনে তার ভূমিকা ছিল অপরিসীম।আন্তর্জাতিক স্তরে সিরিয়ার অনূর্ধ ২০ দলে খেলেছিলেন এই ফুটবলার।

প্রসঙ্গত,এবছর ডুরান্ড কাপের উদ্বোধনী ম‍্যাচে গতবারের চ‍্যাম্পিয়ান এফসি গোয়া’কে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত ভাবে টুর্নামেন্টের শুরয়াত করেছে মহামেডান স্পোর্টিং প্রথমে এক গোলে পিছিয়ে পরলেও দ্বিতীয়ার্ধে খেলার রং বদলে যায় সাদা কালো ব্রিগেডের শেষ অবধি ম‍্যাচ জিতে নেয় ৩-১ গোলে পাশাপাশি গত বারের ফাইনাল হারের বদলা নিয়ে ফেলে মার্কাস জোসেফ’রা।