আগের সিজনে ইংলিশ কোচ ওয়েন কোয়েলের উপরেই ভরসা রেখেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। তাঁর নির্দেশ মেনেই সেবার দল বদলের বাজার থেকে ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার সাইন করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল আইএসএল জয়ী এই দল। তরুণ ফুটবলার কিয়ান নাসিরি থেকে শুরু করে নামতে, গুরকিয়াত সিং ও মহম্মদ নাওয়াজের মতো ফুটবলারদের আনা হয়েছিল দলে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দেশীয় ব্রিগেডকে।
সেইসাথে দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস বাম্ব্রিলাকে (Lukas Brambilla)। উল্লেখ্য, সেবার ভারতে আসার পূর্বে সাইপ্রাসের এক ফুটবল দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন এই ব্রাজিলিয়ান। যেখানে সাতটি গোলের পাশাপাশি একাধিক অ্যাসিস্ট ও ছিল এই ফুটবলারের। স্বাভাবিকভাবেই বহু প্রত্যাশা নিয়ে তাঁকে দলের সঙ্গে যুক্ত করেছিল অভিষেক বচ্চনের দল। সেক্ষেত্রে খুব একটা হতাশ করেননি বছর তিরিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল ও সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে মোট ২৩টি ম্যাচ খেলতে পেরেছিলেন এই বিদেশি ফুটবলার।
যার মধ্যে চারটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট ও ছিল এই বিদেশি তারকার। তবে সেই নিয়ে খুব একটা খুশি ছিল না চেন্নাইয়িন এফসি ম্যানেজমেন্ট। তাই নতুন ফুটবল সিজনে আদৌও তাঁকে দলে রাখা হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার গভীর রাতে তাঁকে রিলিজ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল দক্ষিণের আইএসএল জয়ীরা। নিজেদের সোশ্যাল সাইট থেকে এই হাইপ্রোফাইল ফুটবলারের ছবি আপলোড করে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার কথা উঠে আসে।
তারপরেই এবার কুয়েতের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব আল-ফাহাহিল এসসির সঙ্গে যুক্ত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। গত ১০ই আগস্ট তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে এই ফুটবল দলটি। মনে করা হচ্ছে আপাতত একটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি থাকলেও পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কতৃপক্ষ।