ডুরান্ড কাপ ২০২৫ অন্যতম আকর্ষণ হতে চলেছে কলকাতার ‘ফোর্থ জায়ান্ট’ ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) অভিষেক ম্যাচ। ২৮ জুলাই, ঐতিহাসিক টুর্নামেন্টে তাদের প্রথম প্রতিপক্ষ শহরেরই অন্যতম অভিজ্ঞ ও ঐতিহ্যবাহী দল মহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ কিবু ভিকুনার অধীনে নতুন মরসুমে একেবারে ভিন্ন মেজাজে নামতে চলেছে ডায়মন্ড হারবার, যাদের চোখে এখন বড় মঞ্চে বড় কিছু করে দেখানোর তাগিদ।
সেই লক্ষ্যেই দলবদলের বাজারে কার্যত চমক দিয়েছে ক্লাব। আইএসএলের অভিজ্ঞ স্ট্রাইকার লুকা মাজসেনকে (Luka Majcen) দলে টেনে ডুরান্ড কাপে আক্রমণভাগে একেবারে অন্য মাত্রা যোগ করতে চাইছে কিবুর ব্রিগেড। ডুরান্ডের আগে প্রস্তুতিতে মাত্র দু’দিন হলেও, লুকার আত্মবিশ্বাস যথেষ্ট স্পষ্ট।
ম্যাচের আগে সাক্ষাৎকারে লুকা মাজসেন বলেন, “দু’দিন হল এখানে এসেছি। কিন্তু দলকে দেখে মনে হচ্ছে, আমরা তৈরি। সবাই কঠোর পরিশ্রম করছে অনুশীলনে। আমরা প্রস্তুত এই লড়াইয়ের জন্য।”
তবে এই অভিজ্ঞ ইউরোপীয় ফরোয়ার্ডের ডায়মন্ড হারবারে যোগদানের সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে। আই-লিগ ও আইএসএল খেলা মাজসেন বলছেন, “আমি সব সময় নিজের মনের কথা শুনি। এখন আইএসএলের পরিস্থিতি একটু ধোঁয়াশায়। ডায়মন্ড হারবার যখন যোগাযোগ করল, তখন ভাবলাম আমার এখনও কয়েকটা বছর বাকি আছে ফুটবলে। আমি শুধু খেলতে চাই। এই ক্লাবটা নতুন হলেও তাদের কিছু বছর আগে থেকেই চিনি। এটা একটা ভালো প্রকল্প, তারা গত দু’-তিন বছর ধরে জিতেই চলেছে। তাই সিদ্ধান্তটা কঠিন ছিল না।”
তবে মহামেডানের বিপক্ষে মাঠে দেখা যাবে কি তাঁকে? উত্তরে লুকা বলেন, “হয়তো। সেটা কোচের ওপর নির্ভর করছে। আমি তো মাত্র দু’দিন হল যোগ দিয়েছি, কিন্তু বাকিরা অনেক আগে থেকেই প্রস্তুত হচ্ছে। কলকাতার এই রাইভালরি আমরা সবাই জানি। এটা শুধু একটা ম্যাচ নয়, একটা মুহূর্ত। তাই হ্যাঁ, আমরা তৈরি।”
প্রথম ম্যাচেই মহামেডান এসসির মতো অভিজ্ঞ দলের মুখোমুখি হতে চলা ডায়মন্ড হারবারের কাছে কালকের লড়াই হবে আত্মপ্রতিষ্ঠার মঞ্চ। আর সেই লড়াইয়ে লুকা মাজসেনের পা রাখা মানেই যেন বাড়তি প্রত্যাশা।