ATK Mohun Bagan: বিশ্বকাপে খেলা উরুগুয়ের ফুটবলাকে প্রস্তাব দিল এটিকে মোহনবাগান

Luis Suarez

সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড়ো চমক টা দিতে পারে এটিকে মোহনবাগান ( ATK Mohun Bagan)। ইতিমধ্যে ময়দানে জোর জল্পনা তৈরি হয়েছিল, আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে বিরাট মাপের কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান।

Advertisements

বর্তমানে এটিকে মোহনবাগানের কাছে অর্থের চিন্তাটা খুব বেশি পরিমাণে নেই বললেই চলে। এইমুহুর্তের সবচেয়ে বড়ো খবর হলো এটিকে মোহনবাগানের কর্মকর্তারা কথা বার্তা চালাচ্ছেন বিশ্বফুটবলের অন‍্যতম বড়ো তারকা লুইস সুয়ারেজের এজেন্টের সাথে।

সদ‍্য কাতার বিশ্বকাপে উরুগুয়ের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছিলো সুয়ারেজকে। কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসে পৌঁছে গেছেন তিনি।বর্তমানে তার কাছে দুটো ক্লাবের প্রস্তাব আছে।একটি মেক্সিকোর ক্লাবের,এবং আরেকটি আইএসএল চ‍্যাম্পিয়ান ক্লাব এটিকে মোহনবাগানের।

চলতি মাসের শেষেই সুয়ারেজ ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন।শোনা যাচ্ছে সুয়ারেজের এজেন্টের সাথে বেশ ইতিবাচক কথাবার্তা এগিয়েছে এটিকে মোহনবাগানের কর্মকর্তাদের সাথে।

Advertisements

এর আগে সামার উইন্ডোতে ডিয়েগো কোস্তার ম‍্যানেজারের সাথে কথাবার্তা চালিয়েছিলো সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।এই মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন হলো সুয়ারেজ তার বর্ণময় ফুটবল কেরিয়ারে এতো বিরাট বিরাট মাপের লিগে খেলার পর আইএসএলে খেলতে আসার জন্যে রাজি হবেন কিনা এখন সেটাই দেখার বিষয়।এছাড়া ভারতীয় আবহাওয়ার সাথে তিনি কতোটা মানিয়ে নিতে পারেন এখন সেটাও দেখার বিষয়।যদি আইএসএলের কোনও ক্লাবে খেলতে আসার জন্যে রাজি হন সুয়ারেজ, তাহলে দেশের ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে অন‍্যতম স্মরণীয় একটা ব‍্যাপার হতে চলেছে, সেই কথা বলা চলে নিশ্চিত ভাবে।