ISL : এটিকে’র প্রাক্তন তারকার কাছে পাঠানো হয়েছিল কোচ হওয়ার প্রস্তাব

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন ভূমিকায় দেখা যেতে পারত এটিকে’র প্রাক্তন তারকাকে। কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। আগামী দিনেও হয়তো এমন সুযোগ ফের পেতে পারেন তিনি।

Advertisements

এটিকে’র জার্সিতে আবির্ভাবেই ফুটবল প্রেমীদের মন জয় করেছিলেন লুইস গার্সিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বছর দুই আগে ইন্ডিয়ান সুপার লিগের একটি দলের কোচ হওয়ার সুযোগ এসেছিল আমার কাছে। আইএসএল তখন গোয়ায় হয়েছিল। কিন্তু আমি সেই সুযোগকে গ্রহণ করেনি। কোচ হিসেবে আত্মপ্রকাশ করিনি তখন। আগামী দিনে হয়তো ফের এই সুযোগ আসবে আমার কাছে।’

সুপার লিগের কোন দলের পক্ষ থেকে গার্সিয়ার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে কোচ হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে যে থাকবে না এমনটাও বলেননি তিনি। জল্পনার সূত্র হতে পারে লুইস গার্সিয়ার এই বক্তব্য।

Advertisements
ISL
লিগ সেরার ট্রফি হাতে লুইস গার্সিয়া।

পেশাদার ফুটবলার হিসেবে স্পেন এবং ইংল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন লুইস। কেরিয়ারে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন লিভারপুলের হয়ে। ২০০৪ থেকে ২০০৭ মরশুমে তিনি ছিলেন অ্যানফিল্ড এরিনায়। মোট ১২১ টি ম্যাচ খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম এই ক্লাবের জার্সিতে। মাঝমাঠের আক্রমণাত্বক ফুটবলার হিসেবে রয়েছে ৩০টি গোল। লিভারপুলের হয়েই ২০০৫ সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। এবং ২০০৬ সালে এফএ কাপ। এটিকে’র হয়ে খেলেছিলেন ২০১৪ সালে। ১৩ ম্যাচে দু’টি গোল রয়েছে তাঁর নামের পাশে।